অনুপ্রবেশ বিতর্কে রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ Amit Shah-র, পট পরিবর্তনের ইঙ্গিত বক্তৃতায়

অমিত শাহ জানিয়েছেন এই জেটির পাশাপাশি ছয়টি ছোট পেট্রলিং বোট চলবে এই অঞ্চলে

Updated By: May 5, 2022, 02:44 PM IST
অনুপ্রবেশ বিতর্কে রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ Amit Shah-র, পট পরিবর্তনের ইঙ্গিত বক্তৃতায়
ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: দুদিনের বঙ্গ সফরে এসে সরাসরি রাজ্য সরকারকে  আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশকারী বিতর্ককে উস্কে দিয়ে এই ঘটনায় রাজ্যের যুক্ত থাকার দাবি করেন তিনি। 

হিঙ্গলগঞ্জে বিএসএফ-এর ভাসমান জেটি উদ্বোধনের সময় তিনি বলেন, উদ্বোধন করতে যাওয়ার সময় রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তাকে জানিয়েছেন যে এই অঞ্চলে খুব বেশি অনুপ্রবেশের ঘটনা ঘটে। এরপরেই তিনি আরও বলেন যে উদ্বোধন করে ফেরার পথে বিরোধী নেতাই তাকে জানিয়েছেন যে এর ফলে এই উদ্বোধনের ফলে অনুপ্রবেশের সম্ভাবনা অনেক কমে যাবে। 

 

অমিত শাহ জানিয়েছেন এই জেটির পাশাপাশি ছয়টি ছোট পেট্রলিং বোট চলবে এই অঞ্চলে। তাঁর মতে এই ব্যবস্থার মাধ্যমে অনুপ্রবেশ এবং লুটপাট দুটোই কমানো সম্ভব হবে।    

আরও পড়ুন: Amit Shah: 'খোঁজ রাখেন না, সময় পেলে শাহকে টিভিতেই দেখব', জানাল মাহালি দম্পতি

এরপরেই রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "এই অঞ্চলে স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া অনুপ্রবেশকারী এবং লুটপাটের ঘটনা থামান সম্ভব নয়।" সেই সাহায্য পাওয়ার মত রাজনৈতিক পরিস্থিতি খুব তারাতারি এই রাজ্যে সৃষ্টি হবে বলেও আশ্বাস দেন তিনি।    

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.