অঙ্গনওয়াড়ি থেকে বুথ সম্মেলনের জন্য চাল-ডাল না দেওয়ায় দিদিমণিকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঢুকে দিদিমণিকে মারধর, শ্লীলতাহানি। অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার আবাদ গঙ্গাধরপুরে।

Updated By: Jul 11, 2017, 02:49 PM IST
অঙ্গনওয়াড়ি থেকে বুথ সম্মেলনের জন্য চাল-ডাল না দেওয়ায় দিদিমণিকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঢুকে দিদিমণিকে মারধর, শ্লীলতাহানি। অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার আবাদ গঙ্গাধরপুরে।

অভিযোগ, আজ সকালে তৃণমূল কর্মীরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঢুকে তাঁদের বুথ সম্মেলনের জন্য চাল-ডাল দিতে হবে বলে দাবি করেন। দিদিমণি আপত্তি জানালে তাঁর ওপর চড়াও হন তাঁরা। থানায় অভিযোগ জানালে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। নিগৃহীতা পুলিসকে জানালেও পুলিস ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। রামগঙ্গার এসডিপিওকে জানালে তিনি তাঁকে স্কুলে যেতে বারণ করেন। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেন। সুন্দরবনের এসপি তথাগত বসু জানিয়েছেন, ঘটনা তাঁর জানা নেই। অভিযোগ খতিয়ে দেখবেন তিনি। (আরও পড়ুন- 'গুজরাট হিংসার কথা স্মরণ করিয়ে' বিজেপি বিধায়কের 'উস্কানি' মূলক মন্তব্য, কড়া প্রতিক্রিয়া তৃণমূলের)

.