শিশুর বাম পায়ে ত্রুটি, ডাক্তারবাবুরা অপারেশন করলেন তার ডান পায়ে

শিশুর বাম পায়ে ত্রুটি। ডাক্তারবাবুরা অপারেশন করলেন তার ডান পায়ে। গাফিলতির আরও এক নমুনা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জন্ম থেকে বাঁকা পা নিয়ে জন্মেছিল জলপাইগুড়ির হলদিবাড়ির অমল রায়ের মেয়ে দীপ্তি। পা ঠিক করতে পরপর ৬ বার প্লাস্টার করেন চিকিত্সরকরা। সোমবার ফের হাসপাতালে নিয়ে গেলে চিকিত্স করা অপারেশন করতে চান।

Updated By: Jul 11, 2017, 09:25 AM IST
শিশুর বাম পায়ে ত্রুটি, ডাক্তারবাবুরা অপারেশন করলেন তার ডান পায়ে

ওয়েব ডেস্ক: শিশুর বাম পায়ে ত্রুটি। ডাক্তারবাবুরা অপারেশন করলেন তার ডান পায়ে। গাফিলতির আরও এক নমুনা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জন্ম থেকে বাঁকা পা নিয়ে জন্মেছিল জলপাইগুড়ির হলদিবাড়ির অমল রায়ের মেয়ে দীপ্তি। পা ঠিক করতে পরপর ৬ বার প্লাস্টার করেন চিকিত্সরকরা। সোমবার ফের হাসপাতালে নিয়ে গেলে চিকিত্স করা অপারেশন করতে চান।

আরও পড়ুন রাতভর একনাগারে বৃষ্টি, বিপর্যস্ত শহর ও শহরতলি

পরিবার সম্মতি দিলে অস্ত্রোপচার হয়।কিন্তু, অপরেশনের পরে ওই শিশুটির ভুল পায়ে ব্যান্ডেজ দেখে সন্দেহ হয় তার অভিভাবকদের। এরপর ডাক্তারদের প্রশ্ন করতেই বেরিয়ে পরে ত্রুটি। উত্তেজনা ছড়ালে পালান তাঁরা।

আরও পড়ুন  ফুঁসছে তিস্তা, মালবাজার মহকুমার পরিস্থিতি আরও জটিল হল

 

.