আজ দুপুরে দার্জিলিং এর জিমখানা ক্লাবে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে মোর্চা

আজ দুপুর এগারোটা নাগাদ দার্জিলিং এর জিমখানা ক্লাবে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে মোর্চা। পাহাড়ের সবকটি দলই বৈঠকে যোগ দিচ্ছে বলে খবর। অখিল ভারতীয় গোর্খালিগ ও হরকা বাহাদুর ছেত্রীর  জাপ বৈঠকে থাকবে কী না তা নিয়ে সংশয় ছিল। কিন্তু দুটি দলই আজকের বৈঠকে উপস্থিত থাকছে।

Updated By: Jun 20, 2017, 09:26 AM IST
 আজ দুপুরে দার্জিলিং এর জিমখানা ক্লাবে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে মোর্চা

ওয়েব ডেস্ক: আজ দুপুর এগারোটা নাগাদ দার্জিলিং এর জিমখানা ক্লাবে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে মোর্চা। পাহাড়ের সবকটি দলই বৈঠকে যোগ দিচ্ছে বলে খবর। অখিল ভারতীয় গোর্খালিগ ও হরকা বাহাদুর ছেত্রীর  জাপ বৈঠকে থাকবে কী না তা নিয়ে সংশয় ছিল। কিন্তু দুটি দলই আজকের বৈঠকে উপস্থিত থাকছে।

আরও পড়ুন বহুদিন এমন স্বস্তির ঘুম হয়নি, অঝোর ধারায় স্বস্তি পেল দক্ষিণ থেকে উত্তরবঙ্গ
তবে পহাড়ের দলগুলি উপস্থিত থাকলেও চাপে রয়েছে মোর্চা। কারণ জাপ, জিএনএলএফ এর মতো এবিজিএল এর দাবি জিটিএ ছেড়ে বেরিয়ে আসুক মোর্চা, একই সঙ্গে পুরসভা ও বিধানসভার সব আসন থেকে পদত্যাগের দাবি জানিয়েছে এবিজিএল, জাপ।

আরও পড়ুন  স্বাধীনতার পরেই গেরুয়াবসন পরে দেশের কাজে ঝাঁপিয়ে পড়েন স্বামী আত্মস্থানন্দ

.