সপ্তাহের শেষে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, জানাল আবহাওয়া দফতর
ফেব্রুয়ারির শুরু থেকেই পারদ ঊর্ধ্বমুখী। সাধারণত ফেব্রুয়ারি মাসে যা তাপমাত্রা থাকে, তার থেকে বেশি গরমই অনুভূত হচ্ছে।
নিজস্ব প্রতিবেদন : সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা খারিজ করে দিল আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার আকাশ কিছুটা মেঘলা থাকলেও, শনিবার থেকে আকাশ পরিষ্কার হবে। ফলে শনি বা রবিবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
ফেব্রুয়ারির শুরু থেকেই পারদ ঊর্ধ্বমুখী। সাধারণত ফেব্রুয়ারি মাসে যা তাপমাত্রা থাকে, তার থেকে বেশি গরমই অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর ঘনীভূত একটি বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। যার ফলেই বেড়েছে তাপমাত্রার পারদ, বেড়েছে অস্বস্তিসূচক।
আরও পড়ুন, পার্থ চট্টোপাধ্যায়কে 'আয়না দেখে মুখ পরিষ্কারের' পরামর্শ রাজ্যপালের
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে আবহাওয়া দফতর এক পূর্বাভাসে উত্তরবঙ্গে তৈরি ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে তৈরি বিপরীত ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহের শেষভাগে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল।