পাহাড়ের উন্নয়নে একযোগে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

সাম্প্রতিক তিক্ততা অতীত। পাহাড়ের উন্নয়নে সব রাজনৈতিক দল একসঙ্গে কাজ করুক। জিটিএ রিভিউ বৈঠক শেষে আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Updated By: Feb 9, 2018, 09:16 AM IST
পাহাড়ের উন্নয়নে একযোগে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : সাম্প্রতিক তিক্ততা অতীত। পাহাড়ের উন্নয়নে সব রাজনৈতিক দল একসঙ্গে কাজ করুক। জিটিএ রিভিউ বৈঠক শেষে আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

জিটিএ-র রিভিউ বৈঠক উপলক্ষে ৮ মাস পর ফের দার্জিলিংয়ের রাজভবনে মুখ্যমন্ত্রী। একদিকে বিনয় তামাং-অনীত থাপা। আরেকদিকে জিএনএলএফ নেতা মন ঘিসিং। রয়েছেন  উন্নয়ন বোর্ডের নেতারাও। সকলে সঙ্গে নিয়েই বৈঠক করলেন রিভিউ মিটিং করেন মুখ্যমন্ত্রী। খতিয়ে দেখেন কাজ। বুঝিয়ে দেন পাহাড়ের উন্নয়নই পাখির চোখ। আর তারজন্য কাজ করতে হবে একযোগে।

মার্চে পাহাড়ে শিল্প সম্মেলন হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাহাড়ের যুবকদের উন্নয়নের জন্য একগুচ্ছ কর্মসূচির কথাও ঘোষণা করেছেন মমতা। জিএলপি-তে যাদের নামে কোনও কেস নেই, তাঁদের পুলিসে চাকরি দেওয়ার কথাও বলেছেন।

আরও পড়ুন, পার্থ চট্টোপাধ্যায়কে 'আয়না দেখে মুখ পরিষ্কারের' পরামর্শ রাজ্যপালের

এর পাশাপাশি, মে মাসেও কালিম্পংয়ে বিভিন্ন বোর্ডের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হবে। সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর পাখির চোখ এখন একটাই উন্নয়ন।

.