ভোট পরবর্তী অশান্তির জের, বাম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হুগলি

তাঁদের অভিযোগ, রাতের অন্ধকারে ইলেকট্রিক বন্ধ করে দিয়ে হামলা চালানো হয়। 

Updated By: May 7, 2019, 01:17 PM IST
ভোট পরবর্তী অশান্তির জের, বাম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হুগলি

নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী অশান্তির জেরে ধুন্ধুমার হুগলিতে। পাণ্ডুয়ায় সিপিএম বুথ এজেন্টের বাড়িতে চড়াও হয়ে মারধোরের অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে। সূত্রের খবর, সোমবার ভোট মিটটেই রাতে বড় মসজিদতলায় আব্দুল রেজ্জাক, শেখ ইসরাফিলের বাড়িতে গভীর রাতে চড়াও হয় বেশ কিছু দুষ্কৃতি। বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে মারধর করে বাড়ির লোকজনকে। 

আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষন ও শ্লীলতাহানির অভিযোগ স্থানীয় যুবকের বিরুদ্ধে

জানা গিয়েছে, ৬৫,৬৬ নম্বর বুথে  সিপিএম প্রার্থী প্রদীপ সাহার এজেন্ট ছিলেন তাঁরা। তাঁদের অভিযোগ, রাতের অন্ধকারে ইলেকট্রিক বন্ধ করে দিয়ে হামলা চালানো হয়। আজ হুগলির সিপিএম প্রার্থী প্রদীপ সাহা আক্রান্তদের বাড়িতে যান। তৃনমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই কাজ করেছে বলে অভিযোগ।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার তৃনমূল।

.