বিয়ের পাকা কথার দিনেই নাবালিকার বিয়ে রুখল প্রশাসন

Updated By: Jul 30, 2017, 12:27 PM IST
বিয়ের পাকা কথার দিনেই নাবালিকার বিয়ে রুখল প্রশাসন
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : বিয়ের পাকা কথার দিনেই নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। হাদিপুর আদর্শ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তুহিনা পরভিন। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ঘটনা। গতকালই কিশোরী নিজের স্কুলে গিয়ে গোটা ঘটনার কথা জানান স্কুলের শিক্ষকদের।  স্কুলের তরফে চাওয়া হয় প্রশাসনিক সহযোগিতা।  দেগঙ্গা থানায় বিষয়টি জানানো হয়।  থানা থেকে ডেকে পাঠানো হয় কিশোরীর বাবাকে। নাবালিকার বিয়ে দেওয়া আইনের চোখে অপরাধ বলে বোঝানো হয় কিশোরীর বাবাকে। কাজও হয়েছে পুলিসের বোঝানোয়। গতকালই থানায় গিয়ে কিশোরীর বাবা জানিয়ে আসেন, এখনই মেয়ের বিয়ে দিচ্ছেন না তিনি।  প্রশাসনের ভূমিকায় খুশি বাসিন্দারাও।

আরও পড়ুন- স্কুলের শৌচাগারের ভিতর নাকি ঘটছে ভয়ঙ্কর ঘটনা!

.