Mahestala: কারখানায় ব্যবহৃত অক্সিজেনে চিকিৎসা! রোগীমৃত্যুতে ধুন্ধুমারকাণ্ড নার্সিংহোমে
ICU ওয়ার্ডে ঢুকে ভাঙচুর পরিবারের লোকেদের।
নিজস্ব প্রতিবেদন: ফের চিকিৎসায় গাফিলতি? স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি হয়েও বেঘোরে মৃত্যু রোগীর? নার্সিংহোমের ICU ওয়ার্ডে ঢুকে ভাঙচুর চালালেন পরিবারের লোকেরা। তাঁদের আরও অভিযোগ, কারখানায় ব্য়বহৃত অক্সিজেন সিলিন্ডার দিয়েই নাকি চলছিল চিকিৎসা! অভিযোগ দায়ের করা হল থানায়। ধুন্ধুমারকাণ্ড দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়।
জানা দিয়েছে, মৃতের নাম সন্তোষ যাদব। বাড়ি, মহেশতলা পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের আনন্দ নগর এলাকায়। গলব্লাডারের স্টোন হয়েছিল। শনিবার মধ্যরাতে মহেশতলার বদ্দিরবাদ এলাকার একটি নার্সিংহোমে ভর্তি হন সন্তোষ। পরিবারের লোকেদের দাবি, নার্সিংহোম কর্তৃপক্ষ বলেছিল, যদি স্বাস্থ্যসার্থী কার্ডে ভর্তি করা হয়, তাহলে অল্প খরচে অস্ত্রোপচার করা হবে। কিন্তু সেইমতো ভর্তি নেওয়ার পরেও চিকিৎসা মেলেনি বলে অভিযোগ। শুধুমাত্র স্যালাইন দিয়ে দেওয়া হয়েছিল রোগীকে!
আরও পড়ুন: Ranaghat: রান্না ঘরে 'বিশাল' গর্ত, ভাগ্নের ঘরে মামার অবস্থা দেখে 'হাড়হিম' এলাকাবাসীর
ঘড়িতে তখন ৯টা। বুধবার রাতে নার্সিংহোম কর্তৃপক্ষ পরিবারকে জানায়, 'রোগীর অবস্থা আশঙ্কাজনক'। এরপর যখন বাড়ির লোকেরা নার্সিংহোমে পৌঁছন, তখন দেখেন, ICU-কে ভর্তি রোগীর কোনও যন্ত্রই ঠিকঠাক কাজ করছে না! তাহলে কি রোগী মারা গিয়েছেন? তখনও কিন্তু নিশ্চিত করে কিছু জানায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। শেষপর্যন্ত ধৈর্য্যের বাঁধ ভাঙে পরিবার লোকেদের। ICU ওয়ার্ডে শুরু হয় ভাঙচুর। এরপরই নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, রোগীর মারা গিয়েছেন।
রাতেই নার্সিংহোমে কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের লোকেরা। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিস। চিকিৎসার গাফিলতির অভিযোগ অবশ্য অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।