Digha: দিঘার হোটেলে যুবকের রহস্যমৃত্যু, পুলিসের নজরে বন্ধুরা

হোটেলে রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে মদ্যপান করেছিলেন তিনি।

Updated By: May 7, 2022, 06:00 PM IST
Digha: দিঘার হোটেলে যুবকের রহস্যমৃত্যু, পুলিসের নজরে বন্ধুরা

নিজস্ব প্রতিবেদন: হোটেলের ব্যালকনি থেকে কীভাবে পড়ে গেলেন? দিঘায় পর্যটকের রহস্যমৃত্যু। মৃতের ১২ জন বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। পরীক্ষা করে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।

জানা গিয়েছে, মৃতের নাম আবু আলিফ। বাড়ি, নিউ ব্যারাকপুরে। ১২ জন বন্ধুর সঙ্গে দিঘায় বেড়াতে গিয়েছিলেন তিনি। নিউ দিঘার একটি হোটেলে উঠেছিলেন তাঁরা। শুক্রবার সন্ধেয় সকলে মিলে ঘুরে বেড়িয়েছিলেন। হোটেলের ফেরার অনেক রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন আলিফ। তারপর শুয়ে পড়েন।

আরও পড়ুন: Siliguri:পরকীয়ার জের! সাতসকালে নিজের মিলের মধ্যেই পিটিয়ে খুন বিজেপি কর্মী

এদিন সকালে হোটেলের সামনে আলিফের দেহ পড়ে থাকতে দেখা যায়। থানায় খবর হয়ে হোটেল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, হোটেলের  তিনতলার ব্যালকনি থেকে পড়ে গিয়েছে মারা গিয়েছেন ওই যুবক। কিন্তু কীভাবে? নিছকই দুর্ঘটনা নাকি কেউ ধাক্কা মেরে ফেলে দিলেন? উত্তর খুঁজছে পুলিস।

আরও পড়ুন: Rishra: প্রতিবেশীকে ভয় দেখাতে 'মাওবাদী পোস্টার'! গ্রেফতার অভিযুক্ত

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.