Video: হাওড়ায় ভেঙে পড়ল শতাব্দীপ্রাচীন 'জানবাড়ি', বরাতজোরে রক্ষা পথচারীদের

বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করে বোর্ড ঝুলিয়ে দিয়েছিল পুরসভা।

Updated By: Sep 30, 2021, 09:11 PM IST
Video: হাওড়ায় ভেঙে পড়ল শতাব্দীপ্রাচীন 'জানবাড়ি', বরাতজোরে রক্ষা পথচারীদের

নিজস্ব প্রতিবেদন: ব্যবধান মাত্র ২৪ ঘণ্টার! কলকাতায় ভেঙে পড়ল দুটি বাড়ি। আহিরীটোলায় ধ্বংসস্তুপে চাপা পড়ে প্রাণ গেল শিশু-সহ ৪ জনের। বড়বাজারে অবশ্য কেউ হতাহত হননি। বাদ গেল না হাওড়াও। বরাতজোরে রক্ষা পেলেন পথ চলতি মানুষ।

মধ্য হাওড়ার অন্য়তম ব্যস্ত রাস্তা মহেন্দ্র ভট্টাচার্য রোড। পাশেই শতাব্দী প্রাচীন 'জানবাড়ি'। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ হয়নি। জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়েছিল বাড়িটি। এলাকায় প্রাক্তন কাউন্সিলর, হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলী সদস্য দেবাংশু দাস জানিয়েছেন, 'মালিককে বাড়িটি ভেঙে ফেলতে বলা হয়েছিল। ওরা জানান, শরিকি বিবাদের কারণে মামলা চলছে। কিছু করা যাবে না'। এরপর বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করে বোর্ড ঝুলিয়ে দেয় পুরসভা।

 

আরও পড়ুন: Ghatal: নদীবাঁধ ছাপিয়ে ঢুকছে জল, ফের উদ্বেগ বাড়ছে ঘাটাল-চন্দ্রকোনা-দাসপুরে

তারপর? এদিন সকালে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ। দিনভর পাশের রাস্তায় অটো, টোটো, ট্যাক্সি, এমনকী বাসও চলে। হেঁটে যান বহু মানুষ। কিন্তু যখন দুর্ঘটনা ঘটে, তখন রাস্তা ফাঁকাই ছিল। সেকারণে কেউ হতাহত হননি। খবর চাউর হওয়ার পর অবশ্য ভিড় জমতে বেশি সময় লাগেনি। যানজট তৈরি হয়। শেষপর্যন্ত চ্যাটার্জিহাট থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাস্তা দ্রুত ধ্বংসস্তুপ সরিয়ে ফেলা হয়।  

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.