লাভপুরে দফায় দফায় গোষ্ঠী সংঘর্ষে মৃত ৮

বীরভূমের লাভপুরে গোষ্ঠী সংঘর্ষে আট জনের মৃত্যু। দরবারপুর গ্রামে সকাল থেকেই দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পরে দু'দল দুষ্কৃতী। বিস্ফোরণে মৃত্যু হয় আট জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে অন্তত দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

Updated By: Apr 21, 2017, 06:38 PM IST
লাভপুরে দফায় দফায় গোষ্ঠী সংঘর্ষে মৃত ৮

ওয়েব ডেস্ক: বীরভূমের লাভপুরে গোষ্ঠী সংঘর্ষে আট জনের মৃত্যু। দরবারপুর গ্রামে সকাল থেকেই দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পরে দু'দল দুষ্কৃতী। বিস্ফোরণে মৃত্যু হয় আট জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে অন্তত দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা বলছেন ময়ূরাক্ষীর বালি ঘাট নিয়ে শেখ শোয়েব আর শেখ ও আহাদুর মধ্যে বিবাদ বহুদিনের। মীরপুরের আহাদুরের থেকে বালিঘাটের দখল নিতে চাইছিল দরবারপুরের শোয়েব। অভিযোগ সেই অশান্তির জেরেই আজ গ্রামে ঢুকে হামলা চালায় শোয়েবের লোকজন। দুপক্ষের গুলি-বোমার লড়াই শুরু হয়ে যায়। চলে ভাঙচুর। স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরা সকলেই তৃণমূল আশ্রিত। (আরও পড়ুন- গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার শ্যামপুর তেলিডাঙ্গা গ্রামে)

.