দক্ষিণ ২৪ পরগনার পৈলানে বৃদ্ধা খুন

দক্ষিণ ২৪ পরগনার পৈলানে বৃদ্ধা খুন । পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বৃদ্ধার প্রতিবেশী । পরিবারের অভিযোগ, চুরি করতে এসেছিল ওই প্রতিবেশী । চোরকে চিনে ফেলায় বৃদ্ধাকে খুন করা হয়েছে। পৈলানের বড়িশালপাড়ায় গত রাতে রীণা চক্রবর্তী নামে ওই বৃদ্ধার দেহ উদ্ধার হয়। বৃদ্ধার মুখে বালিশ চাপা দেওয়া ছিল। মুখে ক্ষতচিহ্নও মিলেছে। ঘটনাস্থলে উদ্ধার হয় একটি গেঞ্জি। সেই সূত্র ধরেই বিপ্লব মজুমদার নামে ওই প্রতিবেশীকে চিহ্নিত করেন বৃদ্ধার আত্মীয়রা। থানায় অভিযোগ জানানো হলে, বিপ্লবকে গ্রেফতার করে পুলিস । আজ সকালে বিপ্লবের স্ত্রীর থেকে মেলে খোয়া যাওয়া গয়না । এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিপ্লবের স্ত্রীয়ের ওপর চডাও হন স্থানীয় বাসিন্দারা। বৃদ্ধার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস ।

Updated By: Apr 21, 2017, 04:15 PM IST
দক্ষিণ ২৪ পরগনার পৈলানে বৃদ্ধা খুন

ওয়েব ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার পৈলানে বৃদ্ধা খুন । পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বৃদ্ধার প্রতিবেশী । পরিবারের অভিযোগ, চুরি করতে এসেছিল ওই প্রতিবেশী । চোরকে চিনে ফেলায় বৃদ্ধাকে খুন করা হয়েছে। পৈলানের বড়িশালপাড়ায় গত রাতে রীণা চক্রবর্তী নামে ওই বৃদ্ধার দেহ উদ্ধার হয়। বৃদ্ধার মুখে বালিশ চাপা দেওয়া ছিল। মুখে ক্ষতচিহ্নও মিলেছে। ঘটনাস্থলে উদ্ধার হয় একটি গেঞ্জি। সেই সূত্র ধরেই বিপ্লব মজুমদার নামে ওই প্রতিবেশীকে চিহ্নিত করেন বৃদ্ধার আত্মীয়রা। থানায় অভিযোগ জানানো হলে, বিপ্লবকে গ্রেফতার করে পুলিস । আজ সকালে বিপ্লবের স্ত্রীর থেকে মেলে খোয়া যাওয়া গয়না । এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিপ্লবের স্ত্রীয়ের ওপর চডাও হন স্থানীয় বাসিন্দারা। বৃদ্ধার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস ।

এক নজরে দেখে নেওয়া যাক ফ্রান্সে কবে কোথায় কী কী হামলা হয়েছে

.