জোড়া পথ দুর্ঘটনায় পশ্চিম মেদিনীপুরে মৃত ৫, আহত ৫
শালবনি থানার চাঙ্গুয়ালে একটি খালি বালি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তিন সাইকেল আরোহীর।
নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে জোড়া পথ দুর্ঘটনাযর বলি ৫। পৃথক দুটি ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। শালবনি থানার চাঙ্গুয়ালে একটি খালি বালি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তিন সাইকেল আরোহীর। দুর্ঘটনায় সুজিত রানা, অজিত রানা এবং জয়ন্ত রায় নামে তিন সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। জানা গিয়েছে, লরিটি ধাক্কা মারার পর কিছুদুর গিয়ে পাল্টি খায়। ঘটনার পরেই অবশ্য পলাতক লরির চালক ও খালাসি। ঘটনাস্থলে শালবনি থানার পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠায়।
এদিন রাতেই খড়গপুর লোকাল থানার অন্তর্গত রূপনারায়নপুর এর কাছে ৬০নম্বর জাতীয় সড়কের ওপর লরি ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান দুই মহিলা। আহত হয় আরও ৫ যাত্রী। এদের মধ্যে তিনজনকে খড়গপুর মহকুমা হাসপাতালে এবং অন্য ২ জনকে মেদিনীপুর মেডিকেল কলেজে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, মারুতিটি হাওড়া থেকে কেশপুর যাওয়ার পথে জাতীয় সড়কের ওপর লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন - এক রত্তি সন্তানকে নিয়ে লড়াইয়ের প্রত্যয় কৃষ্ণগঞ্জের প্রয়াত বিধায়কের স্ত্রীর