এক রত্তি সন্তানকে নিয়ে লড়াইয়ের প্রত্যয় কৃষ্ণগঞ্জের প্রয়াত বিধায়কের স্ত্রীর
দুষ্কৃতীদের গুলিতে খুন হন কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিত্ বিশ্বাস।
নিজস্ব প্রতিবেদন: সবে মাস গড়িয়েছে। কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিত্ বিশ্বাস খুনের স্মৃতি এখনও টাটকা। রানাঘাট আসনে তাঁরই স্ত্রী রূপালি বিশ্বাসকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। নাম ঘোষণার পর থেকেই প্রচারের কাজ শুরু হয়ে গিয়েছে। বুধবার কলকাতায় আসছেন রূপালি।
দুষ্কৃতীদের গুলিতে খুন হন কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিত্ বিশ্বাস। তাঁর স্ত্রী রূপালি বিশ্বাসকে প্রার্থী করেছে তৃণমূল। একরত্তি ছেলেকে কোলে নিয়ে চোখ ছলছল করে উঠল রূপালির। ভোটে জিতে স্বামীর অসম্পূর্ণ কাজ শেষ করতে চান।জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী প্রয়াত বিধায়কের স্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন। প্রার্থী হওয়ার খবর দেন মন্ত্রী রত্না ঘোষ কর। তাঁর দাবি,এই সিদ্ধান্তের মাধ্যমে দলীয়-নেতা কর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছেন দলনেত্রী।
রূপালির নাম ঘোষণার পর থেকেই বাড়ির সামনে ভিড় করতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। শুরু হয়ে যায় দেওয়াল লিখনও।
আরও পড়ুন- বিজেপিই বৃহত্তম দল হবে, ভোটের পর সমর্থনেরও ইঙ্গিত মহাজোটের শরিক শরদের