একদিনে করোনা সংক্রমিত ৩,৩১০ জন, রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৬৩,৬৩৪
গত ১ দিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের। এখনও পর্যন্ত করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন মোট ৫,০৭০ জন।
নিজস্ব প্রতিবেদন: রাজ্য জুড়ে করোনার কামড় অব্যাহত। গত ১ দিনে রাজ্য়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩,৩১০ জন। সবমিলিয়ে রাজ্য করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২,৬৩,৬৩৪ জন। সরকারি হিসেব অনুযায়ী ২ অক্টোবরে করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ২৬,৮৬৫ জন।
আরও পড়ুন: ধরনা, মিছিল, অবস্থান, বিক্ষোভ চলছেই! কৃষি বিলের বিরোধিতায় তোলপাড় গোটা রাজ্য
অন্যদিকে গত ১ দিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের। এখনও পর্যন্ত করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন মোট ৫,০৭০ জন। সরকারি তথ্য অনুযায়ী এ পর্যন্ত সুস্থতার হার ৮৭.৮৯ শতাংশ। গতকালের তুলনায় .২ শতাংশ বেড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২,৯৪৪ জন। এখনও পর্যন্ত করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মোট ২,৩১,৬৯৯ জন।
তবে কলকাতায় হঠাৎ করেই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কিছুদিন আগে পর্যন্ত আক্রান্তের সংখ্যা কম থাকলেও আজ দৈনিক সংক্রমণের সংখ্যাটা অনেকটাই বাড়ল। সরকারি বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭২০ জন। এ নিয়ে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৭,৮০১ জন।