Burdwan Accident: মোবাইলে ব্যস্ত চালক! নয়ানজুলিতে পড়ল যাত্রীবাহী বাস
রাস্তা অবরোধ করে বিক্ষোভ।
নিজস্ব প্রতিবেদন: মোবাইলে বিপদ! নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস। আহত ২০ জন যাত্রী। বেশ কিছুক্ষণ ধরে চলল অবরোধ। বাসের চালক পলাতক। দুর্ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি এলাকায়।
এদিন পূর্ব বর্ধমানেরই মন্তেশ্বরের মালডাঙা এলাকা থেকে বর্ধমান শহরের দিকে যাচ্ছিল ওই বাসটি। যাওয়ার পথে, দেওয়ানদিঘির ভিটা গ্রামের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক। বাসটি উল্টে যায় রাস্তার পাশে নয়ানজুলিতে। আহত অবস্থায় ২০ জন যাত্রীকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে ছিল পুলিসও। আহতদের পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে।
আরও পড়ুন: Sundarbans: মধু সংগ্রহ করতে গিয়ে জলদস্যুদের হামলা, সুন্দরবনে আক্রান্ত ১১
কীভাবে দুর্ঘটনা ঘটল? যাত্রীদের অভিযোগ, বাস চালানোর সময়ে বারবার মোবাইলে কথা বলছিলেন চালক। অন্যমনস্ক হয়ে পড়েছিলেন তিনি। সেকারণেই দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত চালক পলাতক। দুর্ঘটনার পর আবার বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: Python: 'জলে থাকতে কষ্ট'! জনবসতিপূর্ণ এলাকায় গাছের মগডালে উঠল অজগর