Anubrata Mandal: বীরভূমে নয়া সমীকরণ, কোর কমিটির মাথায় এবার অনুব্রত?
Anubrata Mandal: গোরু পাচার মামলায় যেদিন তিহাড় জেল ছাড়া পাওয়ার পর যে নিজের গড়ে ফিরেছিলেন অনুব্রত, তার পরেরদিনই বীরভূমে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দু'জনের সাক্ষাত্ হয়নি। অবশেষে মুখোমুখি হলেন মমতা-অনুব্রত। কবে? আজ, সোমবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতি বৈঠকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বীরভূমে কোর কমিটির চেয়ারম্যান এবার অনুব্রত মণ্ডল! কেষ্ট ঘনিষ্ঠদের দাবি, তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক সেকথাই বলেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। 'সবাইকে নিয়ে চলব', বললেন অনুব্রত।
আরও পড়ুন: WB Assembly ByElections: উপনির্বাচনে সবুজ ঝড়! কবে শপথ জয়ী প্রার্থীদের? চলে এল আপডেট..
ঘটনাটি ঠিক কী? গোরু পাচার মামলায় যেদিন তিহাড় জেল ছাড়া পাওয়ার পর যে নিজের গড়ে ফিরেছিলেন অনুব্রত, তার পরেরদিনই বীরভূমে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দু'জনের সাক্ষাত্ হয়নি। অবশেষে মুখোমুখি হলেন মমতা-অনুব্রত। কবে? আজ, সোমবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতি বৈঠকে। বৈঠকে অবশ্য কোনও কথাই বলেননি অনুব্রত। তবে দলনেত্রী তাঁর সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। জানতে চেয়েছেন, 'অনুব্রত কেমন আছ'? সূত্রের খবর তেমনই।
এদিকে গোরু পাচার মামলায় অনুব্রত তখন জেলে। লোকসভা ভোটের মুখে বীরভূমে বিধানসভাকেন্দ্র ভিত্তিক ৫ সদস্য়ের নয়া কোর কমিটি তৈরি করে দেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও সেই কোর কমিটিতেই আস্থা রেখেছে তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, বীরভূমে জেলা সভাপতি অনুব্রতই। তবে আগের মতো সাংগঠনিক কাজ পরিচালনা দায়িত্বে কোর কমিটি। অনুব্রতের অবশ্য দাবি, 'ওই কমিটি আগে থেকেই ছিল জেলায়। আগে কোর কমিটিতে ১১ জন সদস্য ছিলেন। এখন এই কোর কমিটি বোলপুরকেন্দ্রিক হয়ে গিয়েছে। সদস্য সংখ্য়া ১৫ হওয়া উচিত'।
এদিন তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে অন্তর্ভুক্ত করা হয় বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্য়ায়কে। সঙ্গে সঙ্গে মানস ভুইঁয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খানও। বৈঠকে । দলের শৃঙ্খলারক্ষায় জোর দেওয়া হয়েছে। সংসদ, বিধানসভা ও দলীয় স্তরে থাকবে ৩ শৃঙ্খলারক্ষা কমিটি। বৈঠক শেষে চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, 'পার্টি বিরোধী কাজের জন্য যদি শোকজ করা হয়, তার উত্তর দিতে হবে। পরপর তিনটি যদি শোকজ হলে সেই সদস্য বা সদস্যাকে সাসপেন্ড করা হবে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)