Bengal Weather: বাংলায় নামছে পারদ! জমিয়ে শীতের আমেজের মধ্যেই বৃষ্টি রাজ্যে...

Weather Update: সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। মনোরম আবহাওয়া। বিকেল থেকে পরের দিন ভোর পর্যন্ত শীতের আমেজ। এর মাঝেই বৃষ্টির পূর্বাভাস। 

Updated By: Nov 25, 2024, 05:20 PM IST
Bengal Weather: বাংলায় নামছে পারদ! জমিয়ে শীতের আমেজের মধ্যেই বৃষ্টি রাজ্যে...
প্রতীকী ছবি

সন্দীপ প্রামাণিক: শীতের আমেজের মধ্যেই সপ্তাহান্তে বৃষ্টি উপকূলে। আগামী দু'দিন বৃষ্টি দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। আপাতত শীতের আমেজ থাকছে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নভেম্বরে নেই। বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রাজ্যের দু-এক জেলায়। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘণ্টাতেও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

আরও পড়ুন, Kolkata Bus: ১৫-র বদলে ২০ বছর বাসের আয়ু! দুর্ঘটনা রুখতে চেয়ে বড় পদক্ষেপের পথে রাজ্য...

উত্তরবঙ্গের বাকি কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত শুষ্ক আবহাওয়া। সকালের দিকে কুয়াশা হতে পারে সামান্য দার্জিলিং উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে। ৩০ নভেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা উপকূলে। সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মত উপকূলের জেলাতে। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম হলেও উপকূল সংলগ্ন জেলা গুলিতে হালকা মেঘের সঞ্চার হতে পারে। মেঘলা আকাশে দিনের তাপমাত্রা কমলেও বাড়বে রাতের তাপমাত্রা।

জমিয়ে শীতের আমেজ রাজ্যে। কলকাতায় ১৭, পুরুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ। রাজ্য জুড়ে মনোরম আবহাওয়া। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ হলেও ঘূর্ণিঝড় হবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত নয় আবহাওয়া দফতর। তবে অভিমুখ আপাতত শ্রীলংকা ও তামিলনাড়ু উপকূল। দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়।

আরও পড়ুন, New Barrackpore: রাতে মায়ের সঙ্গে ঝগড়া, আর সকালে... ছাত্রীর মৃত্যুতে শোরগোল নিউ ব্যারাকপুরে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.