আরবের লড়াকু পথে বালি ছড়িয়ে জয় জিম্বাবোয়ের

Updated By: Feb 19, 2015, 01:52 PM IST
আরবের লড়াকু পথে বালি ছড়িয়ে জয় জিম্বাবোয়ের

সংযুক্ত আরব আমিরশাহি ২৮৫/৭। জিম্বাবোয়ে ২৮৬/৬ (৪৮ ওভারে)

ওয়েব ডেস্ক: চলতি বিশ্বকাপে বড় রান তোলার ধারা অব্যাহত থাকল। তথাকথিত ছোট দলের খেলাতেও দুই ইনিংস মিলিয়ে উঠল ৫৭১ রান। ম্যাচের বেশিরভাগ সময়ই এগিয়ে থেকেও জিততে পারল না সংযুক্ত আরবআমিরশাহি। ২৮৫ রান তাড়া করতে নেমে ১৬৭ রানের মধ্যে দলের অর্ধেক ইনিংস খুইয়েও চার উইকেটে জয় ছিনিয়ে নিল জিম্বাবোয়ে।

ষষ্ঠ উইকেটে ক্রেগ এরভাইন-সিন উইলিয়ামসের ৬২ বলে ৮৩ রানের পার্টনারশিপটাই আরব স্বপ্নে কার্যত বালি ঢেলে দিল। ম্যাচের সেরা সিন উইলিয়ামস করেন অপরাজিত ৭৬ রান। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক অধিনায়ক হয়ে খেলার রেকর্ড গড়লেন সংযুক্ত আরব আমিরশাহির মহমমদ তকির ৫১ রান দিয়ে নিলেন ২ উইকেট।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল খেলে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় পেল জিম্বাবোয়ে। অন্যদিকে, প্রথম ম্যাচে হারলেও আশা জাগালো সংযুক্ত আরবআমিরশাহি।

.