আফ্রিকা ম্যাচে অনিশ্চিত ভুবি

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগেও ভুবনেশ্বর কুমারের পুরো ফিট হওয়া কার্যত অনিশ্চিত। অন্তত ভারতীয় দলের নেট প্র্যাকটিস সেশনের চিত্র তাই বলছে। ভারতীয় দলের নেটে ভুবি পুরো রান আপ নিয়ে বল করতে পারছেন না। বলের গতিও অনেক কমে গেছে।

Updated By: Feb 18, 2015, 08:27 PM IST
আফ্রিকা ম্যাচে অনিশ্চিত ভুবি

ওয়েব ডেস্ক: বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগেও ভুবনেশ্বর কুমারের পুরো ফিট হওয়া কার্যত অনিশ্চিত। অন্তত ভারতীয় দলের নেট প্র্যাকটিস সেশনের চিত্র তাই বলছে। ভারতীয় দলের নেটে ভুবি পুরো রান আপ নিয়ে বল করতে পারছেন না। বলের গতিও অনেক কমে গেছে।

 সবচেয়ে চিন্তার বিষয়টি হল বুধবার মূল নেটে ভুবি একটি বারের জন্যও আম্বাতি রায়াডু,মহেন্দ্র সিং ধোনিদের পরাস্ত করতে পারেননি। এরপরই ভুবনেশ্বর কুমারকে বিশ্বকাপের দলের সঙ্গে রাখার  সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে। কেন ভুবিকে বয়ে বেড়ানো হচ্ছে ? এমনই প্রশ্ন তুলেছেন প্রাক্তনরা। দলের সঙ্গে  ফিট বোলার ধবল কুলকার্নিকে রেখে দেওয়া হয়েছে। কিন্তু তাকে কেন মূল দলে অন্তর্ভূক্ত করা হচ্ছে না? এমন প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে ধোনিদের।

 ভারতীয় দলের ফিজিওর রিপোর্ট নিয়ে চটজলদি বিসিসিআইও কেন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না।  অনেকে মনে করছেন ধোনি-শাস্ত্রীদের চাপে পড়ে ভুবিকে নিয়ে এই টানাপোড়েন চলছে।এতসব প্রশ্নের মধ্যেও কোন  হেলদোল নেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

 

.