করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলেও আইসোলেশনে রিয়াল কোচ Zidane

শনিবার লা লিগায় ওসাসুনার বিরুদ্ধে ম্যাচে থাকতে পারবেন না জিনেদিন জিদান (Zinedine Zidane)।      

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 8, 2021, 04:41 PM IST
করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলেও আইসোলেশনে রিয়াল কোচ Zidane
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসেছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান (Zinedine Zidane)। এই সন্দেহে আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি। বৃহস্পতিবার বার রিয়াল মাদ্রিদের (Real Madrid) অনুশীলনেও দেখা যায়নি কোচ জিদানকে। এদিকে করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে জিনেদিন জিদানের (Zinedine Zidane)।

আরও পড়ুন - Ind vs Aus: তিন দিনের লকডাউন, Brisbane-এ চতুর্থ টেস্ট ঘিরে অনিশ্চয়তা

জিনেদিন জিদানের (Zinedine Zidane) অ্যান্টিজেন এবং পিসিআর টেস্ট (PCR test) দুটির ফলই নেগেটিভ এসেছে। কিন্তু স্প্যানিশ সরকার, স্থানীয় প্রোটোকল এবং স্প্যানিশ লা লিগার নিয়ম মেনে আপাতত ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে জিদানকে (Zinedine Zidane)। তবে ১০ দিন পর পিসিআর টেস্টের (PCR test) ফল নেগেটিভ হলে ফের দলের সঙ্গে যোগ দিতে পারবেন জিনেদিন জিদান (Zinedine Zidane)। শনিবার লা লিগায় ওসাসুনার বিরুদ্ধে ম্যাচে থাকতে পারবেন না জিনেদিন জিদান (Zinedine Zidane)।      

আরও পড়ুন - Ind vs Aus: স্মিথের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের জবাবে লড়ছে Team India

.