ক্যানসার হয়েছে যুবরাজের, চলছে কেমোথেরাপি

ক্যানসারেই আক্রান্ত যুবরাজ সিং। এই মুহুর্তে আমেরিকার ইন্ডিয়ানায় চিকিত্‍সাধীন তিনি। গত অক্টোবর মাসে হৃত্‍‍‍পিণ্ড ও ফুসফুসের সংযোগস্থলে টিউমার ধরা পড়ে ভারতীয় ক্রিকেটের এই দোর্দণ্ডপ্রতাপ ব্যাটসম্যানের। সেই সময় চিকিত্‍সকরা জানান টিউমারটি ম্যালিগন্যান্ট নয়।

Updated By: Feb 5, 2012, 01:13 PM IST

ক্যানসারেই আক্রান্ত যুবরাজ সিং। এই মুহুর্তে আমেরিকার ইন্ডিয়ানায় চিকিত্‍সাধীন তিনি। গত অক্টোবর মাসে হৃত্‍‍‍পিণ্ড ও ফুসফুসের সংযোগস্থলে টিউমার ধরা পড়ে ভারতীয় ক্রিকেটের এই দোর্দণ্ডপ্রতাপ ব্যাটসম্যানের। সেই সময় চিকিত্‍সকরা জানান টিউমারটি ম্যালিগন্যান্ট নয়। কিন্তু সম্প্রতি ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত ২৬ জানুয়ারি চিকিত্‍সার জন্য তাঁকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। ফেব্রুয়ারি মাসে যুবির কেমোথেরাপি শুরু হয়। আপাতত টানা ৯ সপ্তাহ ধরে চলবে কেমোথেরাপি। সূত্রে খবর, প্রথম পর্যায় ধরা পড়েছে ক্যানসার। আশা করা যাচ্ছে সম্পূর্ণ নিরাময় সম্ভব হবে। সে ক্ষেত্রে এপ্রিল, মে মাসের মধ্যেই হয়তো আবার মাঠে ফিরবেন যুবি। গত মাসে যুবরাজ টুইটারে জানান, ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি বিখ্যাত সাইকেল প্রতিযোগী ল্যান্স আমস্ট্রং-এর আত্মজীবনী পড়ছেন। বিশ্বকাপের `ম্যান অফ দ্য টুর্নামেন্ট`-এর দ্রুত আরোগ্য কামনা করছে গোটা দেশ।

.