৩ কোটির পাঠান কেবল ৭৫ লাখে

আইপিএল নিলামে ইউসুফ পাঠানের উপর নজর রাখছে মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস।

Updated By: Jan 11, 2018, 05:14 PM IST
৩ কোটির পাঠান কেবল ৭৫ লাখে

নিজস্ব প্রতিবেদন: আইপিএলের নিলামে অনেকটা কম বেস প্রাইজে পাওয়া যাবে ইউসুফ পাঠানকে। পাঠানদের বড় ভাইয়ের এবার বেস প্রাইস হয়েছে পঁচাত্তর লক্ষ টাকা। মারকুটে এই অলরাউন্ডারকে এবার ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দুহাজার আট থেকে দশ রাজস্থান রয়্যালস এবং এগারো থেকে সতেরো কেকেআরে সুনামের সঙ্গে খেলেছেন এই তারকা ক্রিকেটার। 

আরও পড়ুন- বার্থ ডে স্পেশ্যাল: ব্যাটের আগে হকিস্টিক নিয়েই মাঠে নামতেন 'দ্য ওয়াল'

কিন্তু গতবছর ঘরোয়া টুর্নামেন্টে ডোপিংয়ের অভিযোগে পাঠানকে সাসপেন্ড করেছিল বিসিসিআই। নিষিদ্ধ ড্রাগ কেন খেয়েছিলেন সেই তথ্য বিসিসিআইকে জানাতে হয়েছিল ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইউসুফ পাঠানকে। পাঠানের বক্তব্যে সন্তুষ্ট হয়ে বিসিসিআই মাত্র পাঁচ মাস সাসপেন্ড করে ছেড়ে দেয় তাঁকে। ১৪ জানুয়ারি পাঠানের উপর থেকে নির্বাসনের খাঁড়া উঠে যাচ্ছে। ফলে তাঁর আইপিএল খেলার পথও খুলে গেছে। বোর্ডের এই সিদ্ধান্তের পর আইপিএল নিলামে ইউসুফ পাঠানের উপর নজর রাখছে মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস।

আরও পড়ুন- এলি আব্রামের প্রেমে হাবুডুবু হার্দিক?

খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪ 

.