সেঞ্চুরিয়ানে দল নির্বাচন নিয়ে বিরোধী মত সৌরভ-সেওয়াগের

য় সেঞ্চুরিয়ানের পেস সহায়ক পিচে সফল হওয়ার জন্য ব্যাটসম্যানদের বেশি করে অফ স্টাম্পের বাইরের বল ছাড়ার পরামর্শ দেন সেওয়াগ। পাশাপাশি অশ্বিনকে বসিয়ে রাহানেকে খেলানোর পরামর্শও দিয়েছেন কোহলিদের।

Updated By: Jan 11, 2018, 05:07 PM IST
সেঞ্চুরিয়ানে দল নির্বাচন নিয়ে বিরোধী মত সৌরভ-সেওয়াগের

নিজস্ব প্রতিবেদন: সৌরভ গাঙ্গুলির উল্টোপথে হাঁটলেন বীরেন্দ্র সেওয়াগ। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্টে হারের পরই সৌরভ দলে রোহিত শর্মার অন্তর্ভূক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু একদা তাঁর অধিনায়কের উল্টোমত পোষণ করলেন বীরেন্দ্র সেওয়াগ। বীরুর দাবি সেঞ্চুরিয়ানে ভারতকে জিততে হলে রোহিত-কোহলিকেই ব্যাটিংয়ে মুখ্য ভূমিকা নিতে হবে। শুধু তাই নয় সেঞ্চুরিয়ানের পেস সহায়ক পিচে সফল হওয়ার জন্য ব্যাটসম্যানদের বেশি করে অফ স্টাম্পের বাইরের বল ছাড়ার পরামর্শ দেন সেওয়াগ। পাশাপাশি অশ্বিনকে বসিয়ে রাহানেকে খেলানোর পরামর্শও দিয়েছেন কোহলিদের।

আরও পড়ুন- এলি আব্রামের প্রেমে হাবুডুবু হার্দিক?

খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪ 

.