মেসিরা জিতেছেন ঠিকই কিন্তু দেশজুড়ে সমালোচনার ঝড়

২০১৮-এর রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে চিলির বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতে মূল্যবান তিন পয়েন্ট ঘরে তুলেছে আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনার সংবাদ মাধ্যম বুঝিয়ে দিচ্ছে, এই জয়ে তারা একেবারেই খুশ নয়। লাতিন আমেরিকায় মোট ১০টি দেশ। এই ১০টি দেশের প্রথম চারটি দেশ সরাসরি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পায়। আপাতত পাঁচটি করে ম্যাচ বাকি রয়েছে সব দলেরই। এই অবস্থায় ৩০ পয়েন্ট পেয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে ব্রাজিল। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। চিলিকে হারিয়ে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা। আর ২১ পয়েন্ট পেয়ে চতূর্থস্থানে রয়েছে কলম্বিয়া। চিলির বিরুদ্ধে ম্যাচটা ছিল ডু অর ডাই ম্যাচ। কোচ বাউজা তো দলের ফুটবলারদের তাতানোর জন্য বলেছিলেন যে, 'আমরা ১০ পয়েন্টের জন্য খেলতে নামব।'

Updated By: Mar 25, 2017, 03:51 PM IST
মেসিরা জিতেছেন ঠিকই কিন্তু দেশজুড়ে সমালোচনার ঝড়

ওয়েব ডেস্ক: ২০১৮-এর রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে চিলির বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতে মূল্যবান তিন পয়েন্ট ঘরে তুলেছে আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনার সংবাদ মাধ্যম বুঝিয়ে দিচ্ছে, এই জয়ে তারা একেবারেই খুশ নয়। লাতিন আমেরিকায় মোট ১০টি দেশ। এই ১০টি দেশের প্রথম চারটি দেশ সরাসরি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পায়। আপাতত পাঁচটি করে ম্যাচ বাকি রয়েছে সব দলেরই। এই অবস্থায় ৩০ পয়েন্ট পেয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে ব্রাজিল। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। চিলিকে হারিয়ে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা। আর ২১ পয়েন্ট পেয়ে চতূর্থস্থানে রয়েছে কলম্বিয়া। চিলির বিরুদ্ধে ম্যাচটা ছিল ডু অর ডাই ম্যাচ। কোচ বাউজা তো দলের ফুটবলারদের তাতানোর জন্য বলেছিলেন যে, 'আমরা ১০ পয়েন্টের জন্য খেলতে নামব।'

আরও পড়ুন নিজের ৩৭ তম টেস্টে দেশের ৩৩ নম্বর টেস্ট ক্যাপ্টেন হিসেবে নেতৃত্ব দিচ্ছেন রাহানে

অধিনায়ক মেসি গোল পেয়েছেন। দল জিতেছে। তবু খুশি নয় আর্জেন্টিনার প্রচার মাধ্যম। লা নেশন লিখেছে, 'জয়টাই যা পাওয়া গিয়েছে। খেলার কিছু ছিল না।' মেসির ছবি দিয়ে তারা লিখেছে, 'মখমলের মতো ঘাসে জঘন্য ফুটবল।' দেশের নামি সংবাদপত্র ক্লারিনে লেখা হয়েছে, 'ফুটবল না খেলেই আর্জেন্টিনা জিতেছে। আর যাই হোক এটাকে ফুটবল বলে না।' ডায়রিওতে লেখা হয়েছে, 'এত জঘন্য খেলেও তিন পয়েন্ট! এ যে সোনার তিন পয়েন্ট।' অর্থাত্‍, বোঝাই যাচ্ছে, দেশ জিতলেও মোটেই মেসিদের ফুটবলে খুশি নয় সে দেশের প্রচার মাধ্যম এবং ফুটবল সমর্থক।

আরও পড়ুন  ধরমশালা টেস্টে খেলছেন না বিরাট, নেতৃত্ব দিচ্ছেন রাহানে

.