প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের মালিক ইউনিস খান

চলতি ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হওয়ার আগেই পাকিস্তানের বর্ষীয়ান ক্রিকেটার ইউনিস খান জানিয়ে দিয়েছিলেন যে, এটাই তাঁর শেষ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলা শেষ হলেই ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। রবিবার নিজের শেষ টেস্ট সিরিজেও দুর্দান্ত রেকর্ড করলেন ইউনিস। পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে করলেন ১০ হাজার রান। কিছুদিন আগেই সব টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে সেঞ্চুরি গড়ে নজির গড়েছিলেন তিনি। এবার টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের নজির পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে। স্বভাবতই ইউনিসের সাফল্যে খুশির হাওয়া পাকিস্তান ক্রিকেটে।

Updated By: Apr 24, 2017, 01:57 PM IST
প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের মালিক ইউনিস খান

ওয়েব ডেস্ক: চলতি ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হওয়ার আগেই পাকিস্তানের বর্ষীয়ান ক্রিকেটার ইউনিস খান জানিয়ে দিয়েছিলেন যে, এটাই তাঁর শেষ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলা শেষ হলেই ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। রবিবার নিজের শেষ টেস্ট সিরিজেও দুর্দান্ত রেকর্ড করলেন ইউনিস। পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে করলেন ১০ হাজার রান। কিছুদিন আগেই সব টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে সেঞ্চুরি গড়ে নজির গড়েছিলেন তিনি। এবার টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের নজির পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে। স্বভাবতই ইউনিসের সাফল্যে খুশির হাওয়া পাকিস্তান ক্রিকেটে।

আরও পড়ুন মেসি ম্যাজিক, এল ক্লাসিকোয় ক্লাসিক ফিনিশ বার্সেলোনার

পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়র খান বলেছেন, 'ইউনিস সাম্প্রতিক কালে যেসব রেকর্ড করেছে, তাতে পাকিস্তান ক্রিকেট গর্বিত।' পাক ক্রিকেট বোর্ডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নজম আজিজ শেঠি ইউনিস খানকে রান মেশিন আখ্যা দিয়েছেন। ১০০০ রানে পৌঁছতে ইউনিস খানের লাগল মোট ২০৮টি ইনিংস। ১১৬ টেস্ট খেলে ইউনিস ৩৪টি সেঞ্চুরিও করেছেন।

আরও পড়ুন  শিখর ধাওয়ানের হয়ে এবার ব্যাট ধরলেন ভিভিএস লক্ষ্মণ

.