লোকাল ট্রেনে টিম ইন্ডিয়ার ক্রিকেটার, হতবাক সহযাত্রীরা
এমিরেটসের বিমানে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অন্ধেরি স্টেশনে লোকাল ট্রেনের ফার্স্ট ক্লাসে ওঠেন তিনি। বিজনেস ক্লাস থেকে এক্কেবারে লোকাল ট্রেনের ফার্স্ট ক্লাসে চড়ে বসেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : লোকাল ট্রেনে টিম ইন্ডিয়ার ক্রিকেটার। আর তাতেই গুঞ্জন শুরু হল যাত্রীদের মধ্যে। বিভ্রান্তি কাটতেই আবদার জমা পড়ল সেলফি তোলার।
দক্ষিণ আফ্রিকা সফর শেষে বিমানে দেশে ফিরে লোকাল ট্রেনে চেপে বাড়ি ফিরলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটার শর্দুল ঠাকুর। টিম ইন্ডিয়ার ক্রিকেটারকে দেখে স্বাভাবিকভাবেই ট্রেনের কামরার যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। ট্রেনযাত্রী শর্দুলের সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
শুক্রবার দেশে ফেরেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ৪ উইকেট নেওয়া শর্দুল ঠাকুর। এমিরেটসের বিমানে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অন্ধেরি স্টেশনে লোকাল ট্রেনের ফার্স্ট ক্লাসে ওঠেন তিনি। বিজনেস ক্লাস থেকে এক্কেবারে লোকাল ট্রেনের ফার্স্ট ক্লাসে চড়ে বসেন তিনি।
আরও পড়ুন- রায়নাকে 'নির্ভীক' ক্রিকেটার বললেন রবি শাস্ত্রী
ট্রেনে শার্দুলকে দেখে শুরু হয় গুঞ্জন। এটাই কি আসল শর্দুল ঠাকুর? বেশ দোটানায় পড়ে যান সহযাত্রীরা। শর্দুল জানান, " কিছু কলেজ পড়ুয়া গুগলে আমার ছবি দেখে নিশ্চিত হয়ে আমার কাছে সেলফির আবদার করে। টিম ইন্ডিয়ার ক্রিকেটার হয়েও লোকাল ট্রেনে আমাকে দেখে সাধারণ যাত্রীরা অবাক হয়ে যান। "
আসলে এভাবেই ট্রেনে চড়ে অনুশীলন করতে যেতেন শর্দুল। জাতীয় দলে সুযোগ পেলেও অতীতকে এত সহজে ভুলতে পারছেন না শর্দুল ঠাকুর।
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়