গুয়াহাটিতে পিচ শুকোতে হেয়ার ড্রায়ার! নেটদুনিয়ায় সমালোচনার ঝড়
কভার চুঁইয়ে পিচে কীভাবে জল এল তা নিয়ে প্রশ্নের মুখে অসম ক্রিকেট সংস্থা। শেষ পর্যন্ত হেয়ার ড্রায়ার থেকে গরম ইস্ত্রি ব্যবহার করে পিচ শুকোনোর আপ্রাণ চেষ্টা করা হলেও ম্যাচ করা সম্ভব হয়নি।
নিজস্ব প্রতিবেদন : রবিবার গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচে টস হল কিন্তু ম্যাচ হল না। বাধ সাধল বৃষ্টি! বৃষ্টিতে ভেস্তে গেল তিন ম্য়াচের সিরিজের প্রথম ম্যাচ। সুপার সপারে আউটফিল্ডের জল শুকোলেও কভার চুঁইয়ে পিচে ঢুকে পড়েছিল জল। আর তাতেই বিপত্তি। শেষপর্যন্ত হেয়ার ড্রায়ার, ইস্ত্রি এনে পিচ শুকোনোর চেষ্টা করা হলেও ম্যাচ কিন্তু পরিত্যক্ত হল। পিচ শুকোতে হেয়ার ড্রায়ার, ইস্ত্রি ব্যবহার করা হল আর তাই নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠল।
রবিবার গুয়াহাটিতে রাত ৮:১৫ এবং রাত ৯:০০ টায় পিচ পর্যবেক্ষণ করেন আম্পায়াররা। শেষ পর্যন্ত রাত ৯:৫৫ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। কভার চুঁইয়ে পিচে কীভাবে জল এল তা নিয়ে প্রশ্নের মুখে অসম ক্রিকেট সংস্থা। শেষ পর্যন্ত হেয়ার ড্রায়ার থেকে গরম ইস্ত্রি ব্যবহার করে পিচ শুকোনোর আপ্রাণ চেষ্টা করা হলেও ম্যাচ করা সম্ভব হয়নি।
Not the news that we would want to hear, but the 1st T20I between India and Sri Lanka has been abandoned due to rain.
See you in Indore #INDvSL pic.twitter.com/72ORWCt2zm
— BCCI (@BCCI) January 5, 2020
পিচ শুকোতে ব্লোয়ার, হেয়র ড্রায়ার এমনকী ইস্ত্রি আনা হল। এ যেন মশা মারতে কামান দাগা! কিন্তু কাজের কাজ কিছুই হল না। এরপরেই টুইটারে সমালোচনার ঝড় উঠল।
Vacuum cleaner, hairdryer, iron... every single thing from a common man's home is currently being used to dry the dampened pitch at Barsapara Stadium, Guwahati.#AssamCricketAssociation Hats off to the hard work #INDvSL #INDvsSL pic.twitter.com/PPRqTH8nzp
— Aakash Biswas (@aami_aakash) January 5, 2020
The hair dryer and steam iron are being used now to dry the pitch. Sri Lanka should have taken R Premadasa stadium rain covers to India #INDvsSL pic.twitter.com/tQxR50axPL
— Azzam Ameen (@AzzamAmeen) January 5, 2020
The lady who tried to roast chicken with hair dryer has competition!#INDvsSL pic.twitter.com/w72qWqpFBG
— Rohit Sankar (@imRohit_SN) January 5, 2020
1980 - will have flying cars in 2020
2020 - drying pitch with hair dryer #INDvSL pic.twitter.com/H6EM1zQwzm
— sarcastic_dude (@_dhamo) January 5, 2020
Anushka Bhabhi wala Hair dryer lakar sukhwao isko.. #INDvSL pic.twitter.com/ZMUBiw1naM
— Anshu K Deipak (@AKDeipak) January 5, 2020
আরও পড়ুন - চার দিনের টেস্ট ম্যাচ করতে চায় আইসিসি- মুখ খুললেন মাস্টার ব্লাস্টার