Virat Kohli, India's Practice Match: ফ্যানদের আবদার মিটিয়ে অকাতরে অট্রোগ্রাফ বিলোলেন কোহলি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতীক্ষার প্রহর প্রায় শেষ। একেবারে দোরগোড়ায় টি-২০ বিশ্বকাপ (ICC Men's T20 World Cup 2022)। ক্যালেন্ডার বলছে হাতে আর ঠিক ১৩ দিন। তারপরেই মাঠে নামবে টিম ইন্ডিয়া (Team India)। আগামী ২৩ অক্টোবর 'মাদার অফ অল ব্যাটেল' দিয়েই ভারতের বিশ্বকাপ অভিযান শুরু। চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। মেলবোর্নে মুখোমুখি দুই দল। আয়োজক দেশে দিন ১৬-১৭ আগে চলে আসার নেপথ্যে টিম ম্যানেজমেন্টের নির্দিষ্ট ভাবনাই রয়েছে। ভারতের বিশ্বকাপের দলে যাঁরা, সে অর্থে অস্ট্রেলিয়ায় আগে খেলেনি। তাঁদের বিদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দিচ্ছে টিম। বিশ্বকাপের নেট প্রস্তুতি সেরে নেওয়ার জন্য় ভারত চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সোমবার ওয়াকায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। সারা বিশ্বেই বিরাট কোহলির (Virat Kohli) দারুণ ফ্যানবেস। ব্যতিক্রম নয় অস্ট্রেলিয়া। সেই দেশেও বিরাটের ব্যাট ঝলসেছে। এদিন প্রস্তুতি ম্যাচ দেখতে মাঠে এসেছেন বেশ কিছু ফ্যান। তাঁরা কোহলির কাছে অট্রোগ্রাফের আবদার রেখেছিলেন। কোহলিও অকাতরে অট্রোগ্রাফ বিলোলেন।

ভারত ১০ অর্থাৎ এদিন ও ১২ অক্টোবর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্য়াচ খেলবে। আয়োজক বিসিসিআই। এরপর আবার ১৭ ও ১৯ অক্টোবর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে। যেই ম্যাচগুলির আয়োজক আইসিসি। এবার বিশ্বকাপের জন্য যে ভারতীয় দল নির্বাচিত হয়েছে, সেই দলের যেহেতু অনেকেই অস্ট্রেলিয়ার উইকেটে খেলেননি, সেহেতু অস্ট্রেলিয়ায় গিয়ে একাধিক প্রস্তুতি ম্য়াচ খেলতে চেয়েছিলেন কোচ দ্রাবিড়। সেজন্যই হচ্ছে এই প্রস্তুতি ম্যাচগুলি। বিরাট নিজেও দারুণ ছন্দে আছেন। এশিয়া কাপে তার পরিচয় দিয়েছেন। পারথে নেটেও দারুণ ছন্দে ব্যাট করেছেন তিনি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

English Title: 
Watch: Virat Kohli Makes Fans' Day In Australia, Gives Autographs Ahead Of India's Practice Match Vs Western Australia
News Source: 
Home Title: 

ফ্যানদের আবদার মিটিয়ে অকাতরে অট্রোগ্রাফ বিলোলেন কোহলি

Virat Kohli, India's Practice Match: ফ্যানদের আবদার মিটিয়ে অকাতরে অট্রোগ্রাফ বিলোলেন কোহলি
Caption: 
অস্ট্রেলিয়ায় বিরাটের জনপ্রিয়তা প্রশ্নাতীত
Yes
Is Blog?: 
No
Section: