Shaheen Afridi: লাবুশানের 'নেমেসিস' আফ্রিদি! পাক পেসারের আগুনে গোলা ছিটকে দিল উইকেট

শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi) ইংল্যান্ডের মাটিতেও কামাল করলেন।

Updated By: Apr 21, 2022, 07:46 PM IST
Shaheen Afridi: লাবুশানের 'নেমেসিস' আফ্রিদি! পাক পেসারের আগুনে গোলা ছিটকে দিল উইকেট
শাহিন শাহ আফ্রিদির সেই ডেলিভারি

নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঠিক যেখানে শেষ করেছিলেন, ঠিক সেই একই ছন্দে শুরু করলেন আবার। এবার ইংল্যান্ডের মাটিতে। বাঁ-হাতি তরুণ জোরে বোলার কাউন্টি চ্যাম্পিয়নশিপ (County Championship) খেলছেন মিডলসেক্সের (Middlesex) হয়ে। গ্ল্যামারগনের (Glamorgan) বিরুদ্ধে ঝলসালেন আফ্রিদি। 

আফ্রিদির গুড লেন্থ বল প্লেড-অন হয়ে গেলেন অজি ব্যাটার মার্নাস লাবুশানে (Marnus Labuschagne)। ছিটকে গেল উইকেট। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। মিডলসেক্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে সেই ভিডিও টুইট করা হয়েছে। দেখলে গেলে লাবুশানের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন আফ্রিদি। অস্ট্রেলিয়ার হয়ে পাক সফরে গিয়ে লাবুশানে তিন টেস্টে অন্তত একবার করে আফ্রিদির বলে উইকেট দিয়েছেন।

গতবছর আইসিসি-র বর্ষসেরায় দাপট দেখিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। পঞ্চাশ ওভারের ক্রিকেটে সেরার মুকুট উঠেছে (2021 ICC ODI Cricketer of the Year) পাক ক্যাপ্টেন বাবর আজমের মাথায়। টি-২০ ফর্ম্যাটে (2021 ICC Men's T20I Cricketer of the Year) আন্তর্জাতিক আঙিনা দাপিয়ে সেরার সেরা হয়েছেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)।

বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন (Men's Cricketer of The Year award for 2021) আফ্রিদি। তাঁর আগুনে গতি ও সুইংয়ে মোহতি করেছে বাইশ গজকে। গতবছর ৩৬টি আন্তর্জাতিক ম্য়াচে তিনি মোট ৭৮টি উইকেট নিয়েছেন ২২.২০-এর গড়ে। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ছিল ৬/৫১। পাকিস্তানকে টি-২০ বিশ্বকাপের শেষ চারে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর ছিলেন।

আরও পড়ুন: চলতি বছরই প্রেমিকা Athiya Shetty-র সঙ্গে গাঁটছড়া বাঁধছেন KL Rahul! বাড়ছে জল্পনা

আরও পড়ুনSuryakumar Yadav জানালেন KKR-এ থাকাকালীন তাঁকে কে প্রথম ডেকেছিলেন SKY নামে!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

.