Watch, Sachin Tendulkar: এক যুগ আগে আজকের তারিখেই অসম্ভবকে সম্ভব করেছিলেন 'ক্রিকেট ঈশ্বর'

সচিনকে দিয়েই শুরু হয়েছিল বাইশ গজের নতুন অধ্যায়।

Updated By: Feb 24, 2022, 01:15 PM IST
Watch, Sachin Tendulkar: এক যুগ আগে আজকের তারিখেই অসম্ভবকে সম্ভব করেছিলেন 'ক্রিকেট ঈশ্বর'
মাইলস্টোন স্থাপনের পর সচিনের সেলিব্রেশন

নিজস্ব প্রতিবেদন: সাল ২০১০, তারিখ ২৪ ফেব্রুয়ারি, ভেন্যু গোয়ালিয়রের ক্যাপ্টেন রূপচাঁদ সিং স্টেডিয়াম। বাইশ গজে লেখা হয়েছিল নতুন ইতিহাস। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ছিল সেদিন। টস জিতে এমএস ধোনির ফিল্ডিং করতে পাঠিয়ে ছিলেন জ্যাক কালিসদের। ৫০ ওভারের শেষে ভারতের স্কোর ছিল ৩ উইকেট হারিয়ে ৪০১। ঠিকই পড়লেন ৪০১। সৌজন্য়ে 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। 

ডেইল স্টেইন-ওয়েন পার্নেলরদের মতো বিশ্ববন্দিত বোলারদের নিয়ে সেদিন ছেলেখেলা করেছিলেন সচিন। বীরেন্দ্র শেহওয়াগের সঙ্গে ওপেন করতে নেমে ব্যাটিং মায়েস্ত্রো অপরাজিত ছিলেন ২০০ রানে। ২২৬ মিনিট ক্রিজে দাঁড়িয়ে ধ্বংসলীলা চালান ১৪৭ বলের। ২৫টি চার ও ৩টি ছয় হাঁকান সচিন। স্ট্রাইকরেট ছিল ১৩৬.০৫। বাইশ গজের প্রথম ক্রিকেটার হিসাবে সেদিন সচিন একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছিলেন। কার্যত অসম্ভবকে সম্ভব করেছিলেন তিনি। ভারত ম্য়াচ জিতেছিল ১৫৩ রানে। সচিনের সেই বিশেষ ইনিংসের কথা ফিরে দেখল বিসিসিআই। ম্যাচের ক্লিপিংস টুইট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সচিনের পর এই রেকর্ড করার নজির রয়েছে বীরেন্দ্র শেহওয়াগ, রোহিত শর্মা, মার্টিন গাপটিল, ক্রিস গেইল ও ফখর জমনের। তবে 'হিটম্যান' রোহিত বিশ্বের একমাত্র ব্যাটার যিনি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে এক বা দু'বার নয়, তিনবার ২০০ রান করেছেন।

আরও পড়ুন: IPL 2022, Ajit Agarkar: পন্টিংয়ের সহকারি হয়ে পন্থের দলে দেশের প্রাক্তন পেসার
আরও পড়ুন: Rohit Sharma On Jasprit Bumrah: সব ম্যাচ খেলতে প্রস্তুত রোহিত, ডেপুটির এই বিশেষ গুণে মোহিত ক্যাপ্টেন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.