মুডির ইন্টারভিউয়ের সময় লক্ষ্মণকে থাকতে মানা
রামচন্দ্র গুহের ছোঁড়া বাণে রীতিমত বিপাকে বিসিসিআই-এর প্রশাসনিক কমিটি। আর তাই রামচন্দ্র পদত্যাগ করলেও স্বার্থ সংঘাতের ভূত সব ব্যাপারেই তাড়া করে বেড়াচ্ছে বিনোদ রাইয়ের কমিটিকে। ভারতের কোচ নির্বাচনেও স্বার্থ সংঘাতের বিষয়কে এড়াতে চাইছেন বিনোদ রাই। এই মূহুর্তে অনিল কুম্বলের উত্তরসূরী হওয়ার দৌড়ে এগিয়ে টম মুডি। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটারকে ভারতীয় দলের কোচ করার ব্যাপারে ভাবনা চিন্তাও শুরু করেছে বিসিসিআই-এর পরামর্শদাতা কমিটি। কিন্তু টম মুডির ইন্টারভিউয়ের সময় লক্ষ্মণের থাকার উপর ফতোয়া জারি করল প্রশাসনিক কমিটি। কারন লক্ষ্মণ ও মুডি আইপিএলে হায়দরাবাদ সানরাইজার্স দলের মেন্টর ও কোচ হিসেবে একসঙ্গে কাজ করেছেন। তাই স্বার্থ সংঘাতের ইস্যুটি উঠতেই পারে। বোর্ডের এক কর্তা জানিয়েছেন স্বার্থ সংঘাত এড়াতেই না কি বিনোদ রাইয়ের কমিটি মুডির ইন্টারভিউয়ের সময় লক্ষ্মণকে থাকতে বারণ করেছে। [ধোনি কেন গ্রেড-এ ক্রিকেটার, ইস্তফাপত্রে প্রশ্ন রামচন্দ্রের]
ব্যুরো: রামচন্দ্র গুহের ছোঁড়া বাণে রীতিমত বিপাকে বিসিসিআই-এর প্রশাসনিক কমিটি। আর তাই রামচন্দ্র পদত্যাগ করলেও স্বার্থ সংঘাতের ভূত সব ব্যাপারেই তাড়া করে বেড়াচ্ছে বিনোদ রাইয়ের কমিটিকে। ভারতের কোচ নির্বাচনেও স্বার্থ সংঘাতের বিষয়কে এড়াতে চাইছেন বিনোদ রাই। এই মূহুর্তে অনিল কুম্বলের উত্তরসূরী হওয়ার দৌড়ে এগিয়ে টম মুডি। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটারকে ভারতীয় দলের কোচ করার ব্যাপারে ভাবনা চিন্তাও শুরু করেছে বিসিসিআই-এর পরামর্শদাতা কমিটি। কিন্তু টম মুডির ইন্টারভিউয়ের সময় লক্ষ্মণের থাকার উপর ফতোয়া জারি করল প্রশাসনিক কমিটি। কারন লক্ষ্মণ ও মুডি আইপিএলে হায়দরাবাদ সানরাইজার্স দলের মেন্টর ও কোচ হিসেবে একসঙ্গে কাজ করেছেন। তাই স্বার্থ সংঘাতের ইস্যুটি উঠতেই পারে। বোর্ডের এক কর্তা জানিয়েছেন স্বার্থ সংঘাত এড়াতেই না কি বিনোদ রাইয়ের কমিটি মুডির ইন্টারভিউয়ের সময় লক্ষ্মণকে থাকতে বারণ করেছে। [ধোনি কেন গ্রেড-এ ক্রিকেটার, ইস্তফাপত্রে প্রশ্ন রামচন্দ্রের]