ম্যাচ জিতলেও খুশি হলেন না বিরাট

টস ভাগ্য ধোনির থাকলেও শুক্রবার ম্যাচ ভাগ্যটা শেষ পর্যন্ত কোহলির হল। একদিকে বিরাট কোহলি অন্যদিকে ডিভিলিয়ার্স। দুই বিধবংসী ব্যাটসম্যানের জুটিতে দুরন্ত জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। কিন্তু তবুও বিরাটের গলায় ম্যাচ শেষে শোনা গেল আফশোস। কিসে অখুশি হলেন আরসিবি অধিনায়ক?

Updated By: Apr 23, 2016, 12:47 PM IST
ম্যাচ জিতলেও খুশি হলেন না বিরাট

ওয়েব ডেস্ক: টস ভাগ্য ধোনির থাকলেও শুক্রবার ম্যাচ ভাগ্যটা শেষ পর্যন্ত কোহলির হল। একদিকে বিরাট কোহলি অন্যদিকে ডিভিলিয়ার্স। দুই বিধবংসী ব্যাটসম্যানের জুটিতে দুরন্ত জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। কিন্তু তবুও বিরাটের গলায় ম্যাচ শেষে শোনা গেল আফশোস। কিসে অখুশি হলেন আরসিবি অধিনায়ক?

অন্য কিছুতে নয়, নিজের পারফরম্যান্সেই খুশি হননি বিরাট। ৮০ রানের ইনিংস খেলে দলকে জয়ে এনে দিয়েছেন ঠিকই কিন্তু পারফরম্যান্স তাঁর মোটেও পছন্দ হয়নি। বিরাট বলেন, 'আমি আমার খেলা নিয়ে খুশি হয়নি। খেলাটা আমি অনেক দেরিতে শুরু করেছি। ৩০-৩৫ বল যাওয়ার পর খেলা শুরু করেছি। এতগুলো বল লাগা উচিত ছিল না।' নিজের পারফরম্যান্সে খুশি না হলেও এবির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। শুধু প্রশংসাই করলেন না, ডিভিলিয়ার্সকে এ প্রজন্মের সেরা ব্যাটসম্যান বললেন বিরাট কোহলি।

.