Watch | Virat Kohli: 'ভাই এটা আশ্রম'! কেন অনুরাগীকে বিনীত অনুরোধ করলেন কোহলি?

Virat Kohli Politely Requests Fans To Not Film Video: বিরাট কোহলির খুব ভালো ভাবে জানেন যে, খ্যাতির বিড়ম্বনা কাকে বলে, তিনি যেখানেই যান না কেন, অনুরাগীরা তাঁর পিছু নেন। সে রেস্তোরাঁ হোক বা আশ্রম। এবার স্বামী দয়ানন্দ আশ্রমে গিয়ে বিরাটকে ছেঁকে ধরেছিলেন ফ্যানরা। তবে বিরাটের মহানুভবতা ও আচরণ সোশ্যাল মিডিয়ায় হৃদয় জয় করে নিয়েছে।

Updated By: Jan 31, 2023, 06:51 PM IST
Watch | Virat Kohli: 'ভাই এটা আশ্রম'! কেন অনুরাগীকে বিনীত অনুরোধ করলেন কোহলি?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধর্মের পথেই জীবনে শান্তির রাস্তা খুঁজে নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। চলতি মাসের শুরুর দিকে স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) নিয়ে গিয়েছিলেন বৃন্দাবনের বাবা নিম করোলি আশ্রমে (Baba Neem Karoli Ashram)। সেখানে গিয়ে দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করেছিলেন বিরুষ্কা (Virushka)। ভারত-নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বিরাট নিয়েছেন ছোট্ট ব্রেক। কিউয়িদের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টি-২০ সিরিজ তিনি খেলছেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বহু প্রতীক্ষিত চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন তিনি। এই ফাঁকে কোহলি ঘুরে এসেছেন ঋষিকেশের (Rishikesh) স্বামী দয়ানন্দ আশ্রমে (Swami Dayanand Ashram)। সেখানে গিয়ে মাথা ঠেকান দয়ানন্দজি মহারাজের সমাধিতে (Dayanand Ji Maharaj's samadhi)। 

আরও পড়ুন: Virat Kohli: কোন মহিলার দেখা না পেয়ে হতাশ বিরাট? নিজেই জানালেন 'কিং কোহলি'

বিরাট যেখানেই যান না কেন, অনুরাগীরা আগাম খবর পেয়ে যান। তেমনই কিছু অনুরাগী পৌঁছে গিয়েছিলেন  স্বামী দয়ানন্দ আশ্রমে। সেখানে এক ফ্যান কোহলিকে একটি বল বাড়িয়ে দেন অটোগ্রাফের জন্য়। অন্য একটি ফ্যান সেই মুহূর্তের ভিডিয়ো করছিলেন, যা দেখে কোহলি, সেই ফ্যানকে বিনীত অনুরোধ করেন ভিডিয়ো রেকর্ড না করার জন্য়। কোহলি শুধু বলেন, 'ভাই এটা আশ্রম'। দয়ানন্দ আশ্রমের তরফ থেকে জানানো হয়েছে যে, বিরাট সন্ধের দিকে আরতিতেও অংশ নিয়েছিলেন। তাঁকে অন্য ভক্তদের সঙ্গে গঙ্গার ঘাটেও দেখা গিয়েছিল।

আগামী ৯-১৩ ফেব্রুয়ারি ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট হবে নাগপুরে। ১৭-২১ ফেব্রুয়ারি, দ্বিতীয় টেস্ট, দিল্লিতে। ১-৫ মার্চ, তৃতীয় টেস্ট, ধরমশালায়। ৯-১৩ মার্চ, সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট আহমেদাবাদে। এরপর ১৭ মার্চ, প্রথম ওয়ানডে মুম্বইতে। এরপর বিশাখাপত্তনমে ১৯ মার্চ দ্বিতীয় ওয়ানডে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২২ মার্চ চেন্নাইয়ে।

 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত, ঈশান কিশান, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও  সূর্যকুমার যাদব।

১৮ জনের অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, জোস হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ন্যাথান লিঁও, ল্যান্স মরিস, টড মুরফি, ম্যাট রেনশঁ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন এবং ডেভিড ওয়ার্নার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 
.