Virat Kohli | IND vs ENG: লর্ডসে কি তিনি খেলছেন? দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে আলোচনায় বিরাট কোহলি
গত সোমবার কেনিংটন ওভালে ভারতের ঐচ্ছিক প্রস্তুতি ছিল। সেই অনুশীলনে উপস্থিত ছিলেন না বিরাট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষপর্যন্ত কুঁচকির চোটের জন্য গতকাল ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেলেননি বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর বদলে খেলেন শ্রেয়স আইয়ার। এখন শোনা যাচ্ছে যে আগামিকাল লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত ভারতের প্রাক্তন অধিনায়ক। এমনটাই রিপোর্ট সংবাদ সংস্থা এএনআই-এর। জানা যাচ্ছে কোহলি কুঁচকির চোট পুরোপুরি সারেনি। ফলে ক্রিকেট মক্কায় কোহলি দর্শন কার্যত অসম্ভব।
গত সোমবার কেনিংটন ওভালে ভারতের ঐচ্ছিক প্রস্তুতি ছিল। সেই অনুশীলনে উপস্থিত ছিলেন না বিরাট। তখন থেকেই তাঁর চোট সংক্রান্ত খবর ছড়িয়ে যায়। দল নটিংহ্যাম থেকে কেনিংটনের আসার টিম বাসে ছিলেন না তিনি। ট্রেন্টব্রিজে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ ছিল। সেই ম্যাচ খেলতে গিয়েই কোহলি চোট পেয়েছেন বলে মনে করা হয়। অন্যদিকে তলপেটে টান ধরার জন্য প্রথম ওয়ানডে খেলতে পারেননি তরুণ বাঁ-হাতি জোরে বোলার অর্শদীপ সিংও।
টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি। ক্রিকেটে তিনটি ফর্ম্যাটেই রান তুলতে কার্যত হিমশিম খাচ্ছেন বিরাট। প্রায় তিন বছর হতে চলল, অফ ফর্মে বিরাট। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে দিন-রাতের টেস্টে শেষ সেঞ্চুরি করেছিলেন তিনি। তারপর থেকেই ব্যাটে আর রান নেই! ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও বিরাট কোহলি ব্যর্থ হয়েছেন। ব্যাক-টু-ব্যাক ম্যাচে ১ ও ১১ রান করে আউট হয়েছেন তিনি। ভারতীয় দল থেকে বিরাটকে বাদ দেওয়ার আলোচনা ক্রমেই জোরাল হচ্ছে। এরপরেই কোহলি শিরোনামে চোটের জন্য। কোহলিকে নিয়ে চর্চা অব্যাহত।
আরও পড়ুন: On This Day in 2002: গর্বের ২০ বছর, ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের সদস্যরা কে কী করছেন? ছবিতে দেখুন
আরও পড়ুন: Rohit Sharma | Kane Williamson: কেনের নাম মুছে দিয়ে ইংল্যান্ডের মাটিতে ইতিহাস লিখলেন 'হিটম্যান'