দারুণ ফর্মে বিরাট কোহলি 

দারুণ ফর্মে ভারতের তরুণ ক্রিকেটার বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডসের মতে কোহলির মধ্যে সচিন তেন্ডুলকার হওয়ার সম্ভবনা আছে।

Updated By: Oct 19, 2011, 04:54 PM IST

দারুণ ফর্মে ভারতের তরুণ ক্রিকেটার বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডসের মতে কোহলির মধ্যে সচিন তেন্ডুলকার হওয়ার সম্ভবনা আছে। রোডসের মতে একদিনের ম্যাচে কোহলির ক্ষেত্রে অর্ধশতরান করে শতরান করার হারটা অনেক বেশি। সচিনের মত বড় ক্রিকেটার হতে গেলে একদিনের মত টেস্টেও কোহলিকে সফল হতে হবে বলে জানিয়েছেন রোডস।

.