"এখনও অধিনায়ক হিসেবে পরীক্ষিত নন বিরাট": বেদী

ব্যাটসম্যান বিরাট কোহলি নিয়ে কোনও প্রশ্ন না থাকলেও, ক্যাপ্টেন কোহলি নিয়ে মুখ খুললেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার বিষেন সিং বেদী। অধিনায়ক হিসেবে এখনও পরীক্ষিত নন বিরাট, মত বেদীর।

Updated By: Mar 10, 2018, 11:59 AM IST
"এখনও অধিনায়ক হিসেবে পরীক্ষিত নন বিরাট": বেদী

নিজস্ব প্রতিবেদন: ব্যাটসম্যান বিরাট কোহলি নিয়ে কোনও প্রশ্ন না থাকলেও, ক্যাপ্টেন কোহলি নিয়ে মুখ খুললেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার বিষেন সিং বেদী। অধিনায়ক হিসেবে এখনও পরীক্ষিত নন বিরাট, মত বেদীর।

ব্যাট হাতে বাইশ গজে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বিরাট কোহলি। ব্যাটসম্যান বিরাটের সাফল্য তুঙ্গে। ক্যাপ্টেন কোহলিকে নিয়ে কিংবদন্তী বিষেন সিং বেদী অজি অধিনায়ক স্টিভ ওয়া এবং ব্রিটিশ অধিনায়ক মাইকেল ব্রিয়ারলির প্রসঙ্গ টেনে বলেন," ব্যাটসম্যান কোহলি দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ঠিক কিন্তু অধিনায়ক হিসেবে এখনও ওর অনেক পরীক্ষা বাকি আছে। অধিনায়ক হিসেবে স্টিভ ওয়া কিংবা ব্রিয়ারলির মত ছাপ ফেলতে পারেনি বিরাট।"

আরও পড়ুন- ৭,১৭১ স্কোয়ার ফুটের বিরুষ্কার মুম্বইয়ের বাড়ির এই ছবি দেখেছেন...

২০১৪-১৫ মরসুমে অস্ট্রেলিয়া সফরে টেস্ট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিলে অধিনায়কের ব্যাটন ওঠে বিরাটের হাতে। এখন পর্যন্ত ৩৫ টি টেস্টে নেতৃত্ব দিয়ে ২১টি টেস্টে জিতেছেন বিরাট, ৯টি টেস্ট ড্র হয়েছে, হেরেছেন ৫টি টেস্ট। একদিনের ক্রিকেটে ৪৯টি ম্যাচে বিরাটের নেতৃত্বে ৩৮টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে ১২টি টি-টোয়েন্টিতে বিরাটের নেতৃত্বে ৭টি ম্যাচ জিতেছে মেন ইন ব্লু।

খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়

.