''অ্যাডিলেডের পর যাঁরা সমালোচনা করেছিলেন এবার শিক্ষা নিন'', কড়া শব্দ শোনালেন কোহলি
এই জয়ের পরই টিম ইন্ডিয়া-র সমালোচকদের এক হাত নিলেন কোহলি।
নিজস্ব প্রতিবেদন- তিনি সশরীরে আজ দলের সঙ্গে নেই। তাই বলে কি তিনি একেবারেই নেই! সেটা আবার হয় নাকি! বিরাট কোহলি (Virat Kohli) আজ মাঠে থাকলে কী করতেন! ভারতীয় দর্শকদের কোহলির উদযাপন দেখা হল না। তিনি সদ্য বাবা হয়েছেন। দায়িত্ব বেড়েছে। স্ত্রীর পাশে থাকার জন্য জাতীয় দল থেকে ছুটি নিয়ে দেশে ফিরেছেন। তবে এমন দিনে দলের সঙ্গে থাকার অনুভূতি তিনি নিশ্চয়ই অনুভব করছেন। কারণ, বিরাট কোহলি এমনিতেই দলের স্বাদ, গন্ধ, হার, জিত গায়ে মেখে থাকেন। আজ ব্রিসবেনে Team India-র ক্যাপ্টেন হিসাবে তিনি থাকলে এই জয় গায়ে মাখামাখি করতেন নিশ্চয়ই।
অ্যাডিলেডে ভারতীয় ইনিংস ৩৬ রানে গুটিয়ে যাওয়ার পরও তিনি দলের পাশে ছিলেন। এর পর Melbourne Test-এ দুরন্ত জয়ের পর তিনিই সবার আগে হাত-পা ছুড়ে বলেছিলেন, এই দলের আরও বড় কিছু করে দেখানোর ক্ষমতা রয়েছে। রাহানের ক্যাপ্টেন্সির উপর তিনি ভরসা রেখেছিলেন। জানিয়েছিলেন, শান্ত স্বভাবের হলেও অজিঙ্ক রাহানে অজিদের রক্তচক্ষুতে ভয় পাওয়ার মানুষ নন। কোহলির সেই সব কথাগুলো ইঞ্চিতে ইঞ্চিতে মিলে গেল। সিডনি টেস্টে লড়াকু ড্রয়ের পর Brisbane Test-এ জয় ছিনিয়ে নিল রাহানের ভারত। ২-১ ব্যবধানে সিরিজ জিতে Australia-য় ইতিহাস লিখে ফিরছে ভারতীয় দল। তবে এই জয়ের স্বাদ-গন্ধ মাঠে থেকে অনুভব করা হল না কোহলির। তবুও তিনি নিজেকে জয়ের মিছিলে সামিল করলেন। এত দূরে থেকেও।
আরও পড়ুন- রাহানেদের ব্রিসবেন জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী Modi, ৫ কোটি বোনাস ঘোষণা BCCI-এর
WHAT A WIN!!! Yessssss. To everyone who doubted us after Adelaide, stand up and take notice. Exemplary performance but the grit and determination was the standout for us the whole way. Well done to all the boys and the management. Enjoy this historic feat lads. Cheers @BCCI pic.twitter.com/CgWElgOOO1
— Virat Kohli (@imVkohli) January 19, 2021
EVERY SESSION WE DISCOVERED A NEW HERO.
Every time we got hit, we stayed put & stood taller. We pushed boundaries of belief to play fearless but not careless cricket. Injuries & uncertainties were countered with poise & confidence. One of the greatest series wins!
Congrats India. pic.twitter.com/ZtCChUURLV— Sachin Tendulkar (@sachin_rt) January 19, 2021
এই জয়ের পরই টিম ইন্ডিয়া-র সমালোচকদের এক হাত নিলেন কোহলি। টুইটারে লিখলেন, ''অসাধারণ জয়। অ্যাডিলেডের পর যাঁরা ভারতীয় দলের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, তাঁরা এবার উঠে দাঁড়িয়ে শিক্ষা নিন। দুরন্ত পারফরম্যান্স। তবে জেদ ও দৃঢ় সংকল্প গোটা সফরে ভারতীয় দলের সঙ্গী হয়ে রইল। ছেলেদের ও ম্যানেজমেন্টকে শুভেচ্ছা। এই ঐতিহাসিক জয়ের মুহূর্ত উপভোগ করো সবাই। চিয়ার্স।'' সিরিজ জয়ের পরই ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। তিনি টুইটারে লিখলেন, ''প্রতি মরশুমে আমরা নতুন নায়ক আবিষ্কার করি। যখনই আমাদের আঘাত করা হয়েছে, আমরা আরও শক্তিশালী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। বিশ্বাসের পরিধি আরও প্রশস্ত করেছি। আরও ভয়ডরহীন ক্রিকেট খেলেছি। কিন্তু কখনই দায়িত্বজ্ঞানহীন হয়ে খেলিনি। চোট ও অনিশ্চয়তা আমাদের আত্মবিশ্বাস ভাঙতে পারেনি। অন্যতম সেরা এই সিরিজ জয়। ভারতীয় দলকে শুভেচ্ছা।''