Australia vs India: আসন্ন টেস্ট সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়াই : Kapil Dev
“উইকেটকিপিং কে করবে সেটা গুরুত্বপূর্ণ নয়, টিম ম্যানেজমেন্ট যাকে ঠিক মনে করবে তাকেই খেলাবে। পরিস্থিতি বা পরিবেশ বিচার করেই প্রথম একাদশ বাছা উচিৎ,”মন্তব্য এই কিংবদন্তি ক্রিকেটারের।
নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া (Australia vs India Test Series) টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখলেন ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। একইসঙ্গে তিনি জানালেন ঋদ্ধিমান সাহা (Wriddhimaan Saha) ও ঋষভ পান্থের (Rishabh Pant) মধ্যে কাউকেই এগিয়ে রাখতে রাজি নন তিনি। ভারতীয় টিমের ম্যানেজমেন্ট যাকে ঠিক বলে মনে করবে তাকেই খেলানো উচিৎ বলে মন্তব্য করেন তিনি।
“উইকেটকিপিং কে করবে সেটা গুরুত্বপূর্ণ নয়, টিম ম্যানেজমেন্ট যাকে ঠিক মনে করবে তাকেই খেলাবে। পরিস্থিতি বা পরিবেশ বিচার করেই প্রথম একাদশ বাছা উচিৎ,”মন্তব্য এই কিংবদন্তি ক্রিকেটারের।
আরও পড়ুন- Australia vs India: ভারতকে রীতিমতো হুমকি ল্যাঙ্গারের (Justin Langer),প্রথম টেস্টের আগে চড়ছে পারদ
কপিল (Kapil Dev) বলেন, নিজেদের মাঠে অস্ট্রেলিয়াকে হারানো সবসময়ই কঠিন। এছাড়াও তিনি বলেন, অজিরা অনেক বেশী পিঙ্ক বলে দিনরাতের ম্যাচ খেলেছে ফলে তাদের অভিজ্ঞতাও বেশী, সুতরাং খুব সহজ হবে না ভারতের জন্য। শেষ ৩টি টেস্টে থাকছেন না অধিনায়ক বিরাট কোহলিও (Virat Kohli)। কোহলিকে ছাড়া ভারতকে যে কঠিন প্রতিদ্বন্দীতায় পড়তে হবে বলেও জানান তিনি।
এই সিরিজকে অনেকেই দুটি দলের ফাস্ট বোলারদের দ্বৈরথ হিসেবেও দেখছে। একদিকে স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড ও অপরদিকে বুমরা (Jasprit Bumrah), শামি (Mohammad Shami), উমেশ। নিঃসন্দেহে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা দুই বোলিং ইউনিটের লড়াই। এক্ষেত্রেও কপিল বলেন, “ভারতের ফাস্ট বোলারদের তুলনায় অজি ফাস্ট বোলাররা এগিয়ে থাকবেন কারণ তারা নিজেদের পরিচিত পরিবেশে, পরিচিত মাঠে বল করবেন।”