Manmohan Singh Memorial Conflict: 'যখন বাবা চলে গেলেন...', মনমোহনের স্মৃতিসৌধ-বিতর্কে এ বার সরব প্রণব-কন্যা!
Manmohan Singh Memorial Conflict: শুক্রবার রাতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরি করবে স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি ট্রাস্ট। আগামী দিনে ওই ট্রাস্ট তৈরি করা হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) কন্যা শর্মিষ্ঠা এবার সরাসরি নিশানা করলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে। প্রসঙ্গ, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh) একটি স্মৃতিসৌধ গড়ার আর্জি কেন্দ্রকে জানিয়েছিল কংগ্রেস। যদিও সরাসরি সেই বিষয়ে কেন্দ্র কিছু না বললেও। কেন্দ্রের তরফে জানানো হয়েছে এই স্মৃতিসৌধ তৈরি হবে। এবং সেই কারণেই কংগ্রেসকে নিশানা করেছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।
When baba passed away, Congress didnt even bother 2 call CWC 4 condolence meeting. A senior leader told me it’s not done 4 Presidents. Thats utter rubbish as I learned later from baba’s diaries that on KR Narayanan’s death, CWC was called & condolence msg was drafted by baba only https://t.co/nbYCF7NsMB
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) December 27, 2024
তিন বছর আগে কংগ্রেসের সদস্যপদ ছেড়ে রাজনীতি থেকে অবসরের ঘোষণা করেছিলেন শর্মিষ্ঠা। এবার কার্যত মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরির ইস্যুতে নিজের পুরনো দলকেই বিঁধলেন তিনি। শুক্রবার শর্মিষ্ঠা নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, 'যখন বাবা মারা গেলেন। তখন কংগ্রেস ওয়ার্কিং কমিটি একটা শোকসভাও করেনি। দলের এক বড় নেতা আমাকে বলেছিলেন, প্রাক্তন রাষ্ট্রপতিদের জন্য এভাবে শোকপ্রকাশ করা হয় না। কিন্তু সেটা পুরোপুরি বাজে কথা। বাবার ডায়েরি থেকে আমি জেনেছি কে আর নারায়ণের মৃত্যুর পর কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছিল। আর শোকপ্রকাশের খসড়া আমার বাবা নিজেই লিখেছিলেন.'
আরও পড়ুন: Canning: আচমকাই বেপাত্তা স্ত্রী! 'মনখারাপে' চরম সিদ্ধান্ত স্বামীর...
শুক্রবার রাতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরি করবে স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি ট্রাস্ট। আগামী দিনে ওই ট্রাস্ট তৈরি করা হবে। শনিবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত মনমোহন সিংহের অন্তেষ্টি সম্পন্ন হবে। সেখানে ভারত সরকারের তরফে কে উপস্থিত থাকবেন তা এখনও স্পষ্ট নয়। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাতদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সব কেন্দ্রীয় মন্ত্রীর সরকারি কর্মসূচি বাতিল করা হয়েছে।
কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি বলেন, 'প্রণব বাবু আমাদের কাছে খুবই শ্রদ্ধ্যেয়। যখন কোভিডের সময় প্রণব বাবু মারা গেলেন। তখন কংগ্রেসের সকল নেতৃত্ব তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছি। আমাদের মতন করে। এবার কেউ স্মৃতিসৌধের কথা বলতে পারে। কারণ তিনি প্রধানমন্ত্রী হিসেবে যে সমস্ত উল্লেখযোগ্য কাজগুলি করেছেন । এবং যে সমস্ত সামাজিক বিপ্লব ঘটিয়েছেন, সেই সব মনে রাখার জন্য স্মৃতিসৌধ বানিয়ে রাখতে পারে। তিনি কোন অংশে প্রণব বাবু যোগ্যতায় কম নন। কারোর প্রতি কম শ্রদ্ধা কংগ্রেসের নেই।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)