রাহানেদের ব্রিসবেন জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী Modi, ৫ কোটি টাকা বোনাস ঘোষণা BCCI-এর

এবার স্মিথ-ওয়ার্নার সমৃদ্ধ অস্ট্রেলিয়াকে তাদের দেশেই হারাল কোহলিহীন আনকোরা টিম ইন্ডিয়া।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 19, 2021, 02:41 PM IST
রাহানেদের ব্রিসবেন জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী Modi, ৫ কোটি টাকা বোনাস ঘোষণা BCCI-এর
ছবি সৌজন্যে: BCCI

নিজস্ব প্রতিবেদন: ব্রিসবেনে জয় হো! স্মিথদের অহংকার গুঁড়িয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় টিম ইন্ডিয়ার। ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে  বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের দখলে রাখল রাহানের ভারতের।

২০১৮-১৯ মরসুমে স্মিথ-ওয়ার্নারহীন অস্ট্রেলিয়াকে হারিয়ে ডনের দেশে প্রথম টেস্ট সিরিজ জিতেছিল কোহলির ভারত। এবার স্মিথ-ওয়ার্নার সমৃদ্ধ অস্ট্রেলিয়াকে তাদের দেশেই হারাল কোহলিহীন আনকোরা টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ে উচ্ছ্বসিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে ডনের দেশে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতায় ৫ কোটি বোনাস ঘোষণা বিসিসিআই-এর।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানান, "অস্ট্রেলিয়ায় ভারতীয় ক্রিকেট দলের সাফল্যে আমরা সবাই খুশি। শুরু থেকেই  শক্তি এবং আবেগ জুড়ে ছিল দলের সঙ্গে। অভিপ্রায়, দৃঢ় সংকল্পও ছিল। অভিনন্দন গোটা দলকে!  ভবিষ্যতের জন্য শুভেচ্ছা।"

আরও পড়ুন -   অজিদের দম্ভ মাটিতে মেশাল Team India, ব্রিসবেনে ঐতিহাসিক টেস্ট জয় রাহানের ভারতের

এদিকে রাহানেদের ঐতিহাসিক টেস্ট জয়ের পরেই গোটা দলকে অভিনন্দন জানিয়ে পাঁচ কোটি টাকা বোনাস ঘোষণা করলেন বিসিসিআই সচিব জয় শাহ।

আরও পড়ুন -  Ind vs Aus: ব্রিসবেনে ধোনিকে টপকে নজির Rishabh Pant-এর

.