বিরাট কোহলির জামায় কার নাম লেখা? জল্পনায় নেটিজেনরা
বিরাটের সাদা জামায় এই বিশেষ চিহ্ন নজর এড়ায়নি নেটিজেনদের।
নিজস্ব প্রতিবেদন: ব্যস্ত রুটিনের ফাঁকে প্রকৃতির মাঝে বিশ্রাম ভারতীয় ক্রিকেটের অধিনায়কের। নিজের মনে যেন গভীর ভাবনায় ডুবে বিরাট কোহলি। আর তাঁর সেই চিন্তামগ্ন ছবিই ফ্রেমবন্দি করলেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি অনুষ্কা শর্মা। টুইটারে স্ত্রীর তোলা ছবি নিজেই পোস্ট করলেন ক্যাপ্টেন কোহলি।
ছবিতে দেখা যাচ্ছে কোনও জলাশয়ের ধারে বসে বিরাট। কোথায় ছবিটি তোলা হয়েছে, তা জানা না গেলেও ছবির অন্য এক ডিটেল নজর কেড়েছে নেটিজেনদের। সাদা টি-শার্ট পরা বিরাটের বুকের বাঁ দিকের অংশে টকটকে লাল অক্ষরে লেখা 'A'। তার উপরে ছোট্ট লাল হৃদয়ের চিহ্ন। বিরাটের সাদা জামায় এই বিশেষ চিহ্ন নজর এড়ায়নি নেটিজেনদের। এই বিশেষ চিহ্ন যে অনুষ্কারই জন্য, তা বলাই বাহুল্য।
Caught in the moment. Pic credit @AnushkaSharma ♥️ pic.twitter.com/hX3DzidDr0
— Virat Kohli (@imVkohli) September 16, 2019
অনেকেই বিরাটের গেঞ্জির এই লেখাকে মিষ্টি বলে রিপ্লাই করেছেন। আবার ডিজাইনটির সঙ্গে এস অফ হার্টেরও তুলনা করেন নেটিজেনরা। শুধু তাই নয়, অনুষ্কার ফটোগ্রাফিরও প্রশংসা করেন অনেকে।