Basanti Shocker: চাষের জমি থেকে বেরিয়ে ছিল একটি হাত, লাশ দেখেই চমকে উঠল গ্রামের মানুষজন
Basanti Shocker: কিছুদিন আগেই নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। পুলিস-পঞ্চায়েত করেও কিছু হচ্ছিল না....
প্রসেনজিত্ সর্দার: বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিল অষ্টম শ্রেণির ছাত্রী। এনিয়ে পুলিসকেও জানানো হয় পরিবারের তরফ থেকে। হঠাত্ সেই ছাত্রীর দেহ পাওয়া গেল চাষের জমিতে। খবর ছড়াতেই এলাকায় হইচই পড়ে যায়। খবর যায় বাসন্তী থানায়। পুলিস এসে মাটি খুঁড়ে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার করে।
আরও পড়ুন- চালাকি করছে রাজ্য, চোরেদের বাঁচাতে কথায় কথায় ..., বড় কথা বলে দিলেন অধীর
সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার উত্তর চুনখালি গ্রামে চাষের জন্য জমিতে লাঙ্গল দেওয়া হচ্ছিল ট্রাক্টর দিয়ে। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাত্ই ট্রাক্টর চালক দেখতে পান জমিতে মাটির মধ্যে থেকে একটি হাত বেরিয়ে রয়েছে। চালক তড়িঘড়ি গ্রামের মানুষজনকে খবর দেন। ছুটে আসে গ্রামের মানুষজন, পুলিস। শেষপর্যন্ত মাটি খুঁড়ে বের করা হয় নাবালিকা ছাত্রীর দেহ।
স্থানীয় সূত্রে খবর, মৃত ওই ছাত্রীর নাম উর্মিলা সদ্দার। স্থানীয় রামকৃষ্ণ মিশনের অষ্টম শ্রেণির ছাত্রী। বেশ কিছুদিন আগে সে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন বিষয়টি পুলিসকে জানায়, প্রচুর খোঁজ তল্লাশি চলে। তারপর সোমবার হঠাত্ চাষের জমির মাটি খুঁড়ে উদ্ধার হয় উর্মিলার দেহ। ওই ছাত্রীকে কেউ ধর্ষণের পর খুন করে পুঁতে রেখেছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিস।
নিহত ছাত্রী দেহ পেয়ে কান্নায় ভেঙে পড়ছে তার পরিবার। তাদের দাবি, যেভাবে হোক এই খুনের পেছনে যারা রয়েছে তাদের পুলিসকে খুঁজে বের করতে হবে। অপরাধীদের শাস্তি দিতে হবে। অন্যদিকে, স্থানীয় মানুষজনের দাবি, ছাত্রীর মৃত্যুর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। স্থানীয় নেতারা এনিয়ে উদ্যোগ নিন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)