WATCH | RCB Unbox | WPL: বিরাটদের গার্ড অফ অনার স্মৃতিদের, তুলনা একদমই পছন্দ নয় আরসিবি নক্ষত্রের

Virat Kohli and Co Give Smriti Mandhana's WPL Champions Guard of Honour: বিরাট কোহলি অ্যান্ড কোংয়ের গার্ড অফ অনার পেলেন স্মৃতি মন্ধানাদের ডব্লিউপিএল চ্য়াম্পিয়ন আরসিবি।

Updated By: Mar 19, 2024, 08:28 PM IST
WATCH | RCB Unbox | WPL: বিরাটদের গার্ড অফ অনার স্মৃতিদের, তুলনা একদমই পছন্দ নয় আরসিবি নক্ষত্রের
হৃদয় জিতলেন কোহলিরা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) লেখা হয়েছে ইতিহাস। রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (উইমেন) আট উইকেটে দিল্লি ক্য়াপিটালসকে (উইমেন) হারিয়ে জিতেছে উইমেনস প্রিমিয়র লিগ (Women's Premier League, WPL 2024)। মঙ্গলবার অর্থাৎ আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে  (M Chinnaswamy Stadium) চলছে ট্রফি জয় উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান 'আরসিবি আনবক্স'। স্মৃতি মন্ধানারা ( Smriti Mandhana) মাঠে ডব্লিউপিএল (WPL 2024) ট্রফি নিয়ে চক্কর কাটলেন। আর তাঁদের গার্ড অফ অনার দিলেন বিরাট কোহলিরা (
Virat Kohli)। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়।

আরও পড়ুন: 'ওঁর পেপ টকেই...' স্মৃতিকে মাঠেই বিরাটের ভিডিয়ো কল, কী কথা হল দু'জনের?

আরসিবি আনবক্স অনুষ্ঠানে স্মৃতি সাফ বলে দিলেন তাঁর সঙ্গে বিরাটের এবং মহিলা দলের সঙ্গে পুরুষ দলের তুলনা, একেবারেই পছন্দ নয় তাঁর। বিরাটের সঙ্গে তাঁর তুলনার প্রসঙ্গে স্মৃতি বলেন, 'দেখুন খেতাব একটা বিষয়। তবে কোহলি ভারতের হয়ে যা অর্জন করেছেন, তা অবিস্মরণীয়। কেরিয়ারে কৃতিত্ব অর্জনের বিচারে আমার সঙ্গে ওঁর তুলনা চলেই না। উনি যা করেছেন, তা অসাধারণ। এই কারণেই কোহলির সঙ্গে আমার তুলনা পছন্দ করি না। উনি একজন অনুপ্রেরণাদায়ক ব্য়ক্তিত্ব। একটা খেতাব অনেক কিছু সংজ্ঞায়িত করে না। আমরা সবাই কোহলিকে শ্রদ্ধা করি। সবার উপরে সম্মান। ১৮ নম্বর জার্সিটিও তুলনায় আসবে না। জার্সি নম্বর ব্য়ক্তিগত পছন্দের বিষয়। আমার জন্মতারিখ ১৮। তাই আমি পিঠে ১৮ রেখেছি। এই সংখ্যা দিয়ে আমার এবং কোহলির খেলা সংজ্ঞায়িত হয় না। ট্রফি দিয়ে কিছু বিচার হয় না।'

আরসিবি-র ছেলেরা যা ১৬ বছরে করতে পারেননি, তা মাত্র দু'বছরে করে দেখাল আরসিবি-র মেয়েরা। এই প্রসঙ্গে স্মৃতির সংযোজন, 'আমার মনে হয় পুরুষদের দলও বিগত ১৬ বছরে ভালো ক্রিকেট খেলেছে। এটা একদমই নয় যে, ওরা ভালো খেলেনি। ফলে তুলনা ঠিক নয় বলেই মনে হয়। আরসিবি একটা ফ্র্য়াঞ্চাইজি। পুরুষ ও মহিলা দলকে আলাদা ভাবেই বিবেচনা করা উচিত। আমরা তুলনায় আসতে চাই না। ছেলেরা যেটা ভালো করে, তারা সেটা করে। আমরা যেটা ভালো পারি সেটা করি।'

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর কোহলি জানিয়ে ছিলেন যে, আসন্ন টি-২০ বিশ্বকাপই কুড়ি ওভারের ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর শেষ অভিযান। আর তার ঠিক তিনদিন পরেই কোহলি আরসিবি-র অধিনায়কত্ব ছেড়েছিলেন। তাঁর জুতোয় পা গলান ফাফ দু প্লেসিস। ২০০৮ সাল থেকেই কোহলি আরসিবি-র হয়ে আইপিএল খেলছেন। ২০১১ সালে অধিনায়কত্বের গুরুদায়িত্ব তাঁর কাঁধে সঁপে দেওয়া হয়। কিন্তু অধিনায়ক হিসেবে ১০ বছরে একবারও আইপিএল ট্রফি দিতে পারেননি বিরাট। ২০১৬ সালে তাঁর নেতৃত্বে আরসিবি রানার্স হয়েছিল। আইপিএলে আরসিবি এখনও পর্যন্ত তিনবার ফাইনাল খেলেছে। একবার প্লে-অফে যেতে পেরেছ। রাহুল দ্রাবিড় থেকে শুরু করে কেভিন পিটারসেন, অনিল কুম্বলে, ড্য়ানিয়েল ভেট্টোরি, বিরাট কোহলি, শেন ওয়াটসন (স্ট্য়ান্ড-ইন) ও ফাফ দু প্লেসিস দলের নেতৃত্ব দিয়েছেন। তবে ট্রফি কেউ দিতে পারেননি। দেখা যাক এবার ছেলেরাও বাজিমাত করতে পারেন কিনা!

আরও পড়ুন: R Ashwin | Janhvi Kapoor | IPL 2024: জাহ্ণবী ছিলেন অশ্বিনের সঙ্গে, গোপনে ভেঙেছে একজনের হৃদয়! বলে দিচ্ছে ভাইরাল স্ক্রিনশট

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.