দুইয়ে ভারত, একে বিরাট-বুমরাহ
ভারতীয়দের বিরুদ্ধে আগুনে বোলিংয়ের পর আইসিসি তালিকায় তিন নম্বর স্থানে চলে এসেছেন কিউই বোলার ট্রেন্ট বোল্ট।
নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি প্রকাশিত আইসিসি তালিকা অনুযায়ী ওয়ানডে দল হিসেবে দুইয়েই থাকল ভারত। ব্যাটিংয়ে শীর্ষ স্থানে ধরে রাখলেন ভারতের দুই তারকা বিরাট এবং বোলিংয়ে যশপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়া সিরিজে অনবদ্য পারফরম্যান্সের পর ব্যাটিং তালিকায় উন্নতি হয়েছে মহেন্দ্র সিং ধোনিরও। ব্যাটিং তালিকায় ২০ থেকে ১৭-তে উঠে এলেন মাহি। বোলিংয়ে স্পিনার যুজবেন্দ্র চাহল ও পেস বোলার ভুবনেশ্বর কুমারও উপরের দিকে উঠে এসেছেন।
আরও পড়ুন- বিশ্বকাপে ভারতই সচিনের ফেভারিট, নজর থাকবে ইংল্যান্ডের উপরও
ভারতীয়দের বিরুদ্ধে আগুনে বোলিংয়ের পর আইসিসি তালিকায় তিন নম্বর স্থানে চলে এসেছেন কিউই বোলার ট্রেন্ট বোল্ট। নিউ জিল্যান্ড ঘরের মাটিতেই ৪-১-এ সিরিজ হেরেছে। তবে ভারতের বিরুদ্ধে ট্রেন্ট বোল্টের বোলিং আলাদা করে নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। এই সিরিজে সব মিলিয় ১২টি উইকেট নিয়েছেন তিনি। সেই সুবাদেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোলিং তালিকায় তিন নম্বর স্থান পাকা করেছেন এই বাঁ হাতি কিউই বোলার।
আরও পড়ুন- কিউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্বরেকর্ডের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে