পরিসংখ্যানে কিন্তু অনেক বিষয়েই এগিয়ে নামছেন ওয়ার্নার
আর কিছুক্ষণ পরই আইপিএল ফাইনালে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দরাবাদ। মুখোমুখি দুই দলের ক্যাপ্টেন বিরাট কোহলি এবং ডেভিড ওয়ার্নার। দুজনই দুর্দান্ত ফর্মে ব্যাট করছেন। দুজনের মোট রানও আপনি জানেন। এক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছেন বিরাট। কিন্তু বিষয়টা যদি রান তাড়া করা হয়, তাহলে কিন্তু ডেভিড ওয়ার্নার এগিয়ে রয়েছেন বেশ খানিকটা। পরিসংখ্যানে একটু চোখ বুলিয়ে নিন।
ওয়েব ডেস্ক: আর কিছুক্ষণ পরই আইপিএল ফাইনালে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দরাবাদ। মুখোমুখি দুই দলের ক্যাপ্টেন বিরাট কোহলি এবং ডেভিড ওয়ার্নার। দুজনই দুর্দান্ত ফর্মে ব্যাট করছেন। দুজনের মোট রানও আপনি জানেন। এক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছেন বিরাট। কিন্তু বিষয়টা যদি রান তাড়া করা হয়, তাহলে কিন্তু ডেভিড ওয়ার্নার এগিয়ে রয়েছেন বেশ খানিকটা। পরিসংখ্যানে একটু চোখ বুলিয়ে নিন।
রান তাড়া করার ক্ষেত্রে -
বিরাট কোহলি - ৫ ইনিংস - ২৫১ রান - গড় ১২৫.৫ - স্ট্রাইক রেট ১৪১.৮ - সেঞ্চুরি ১ টা - হাফ সেঞ্চুরি ২ টো - ম্যাচ জিতিয়েছেন ৩ টে।
ডেভিড ওয়ার্নার - ৮ ইনিংস - ৪৬৮ রান - গড় ৯৩.৬ - স্ট্রাইক রেট - ১৫৮.৬৪ - হাফ সেঞ্চুরি ৬ টা - ম্যাচ জিতিয়েছেন ৫ টা।