শেষ বলে চাই ছয়, এক বল বাকি থাকতেই ম্যাচ জিতল দল

 বিশ্ব ক্রিকেটে এমন নজির আছে?

Updated By: Jan 9, 2019, 12:16 PM IST
শেষ বলে চাই ছয়, এক বল বাকি থাকতেই ম্যাচ জিতল দল

নিজস্ব প্রতিবেদন: বিশ্ব ক্রিকেটে এমন নজির আছে? যেখানে ইনিংসের শেষ ওভারের শেষ বলে ছয় মারলে ম্যাচ জিতবে দল, সেখানে এক বল বাকি থাকতেই ম্যাচ হাতের মুঠোয় চলে এল! অবিশ্বাস্য মনে হচ্ছে তো?

আরও পড়ুন- ব্যাটিং আমার কাছে ধ্যান করার মতো: পূজার

তবে এই ঘটনাটাই ঘটল। ইনিংসের শেষ ওভারের শেষ বলে ছয় রানের দরকার ছিল। এই ম্যাচ এক বল আগেই জিতে নিল ব্যাটিং দল। আর সেটা হল বোলারের সৌজন্যেই। শেষ ওভারে বল করতে এসে মোট ১১টি ডেলিভারি করলেন বোলার। যার শেষ ৬টি ডেলিভারিই ওয়াইড। আর এই পরপর ৬ খানা ওয়াইড বলের সৌজন্যেই ম্যাচ জিতে নিল বিপক্ষ।

আরও পড়ুন- সচিন-কোহলিকে ছাপিয়ে গেলেন নিউ জিল্যান্ডের রস টেলর

প্রসঙ্গত এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল মহারাষ্ট্রের পাদলেগাও-এর আদর্শ ক্রিকেট ক্লাবে। সেখানে মুখোমুখি হয়েছিল দেশাই বনাম জুনি দমবিভলি নামের ২টি দল। এই ম্যাচে শেষ বলে জয় পায় দেশাই। তারা ৫ ওভারের ম্যাচে ৪.৫ ওভারেই ৭৬ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়।   

ডেনিস ডাস ক্রিকেট নামের একটি ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে এই অবিশ্বাস্য ওভারের ভিডিয়ো। অস্ট্রেলীয় ক্রিকেট বিশেষজ্ঞ ডেনিস পুকোভস্কি এই ফেসবুক পেজের পৃষ্ঠপোষক।     

.