Vinesh Phogat : বড় ধাক্কা! বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগাট

Vinesh Phogat : ২৩ নম্বরে থাকা খুলান বাক্তুয়াগের বিরুদ্ধে ৫৩ কেজি ফ্রি স্টাইল বিভাগে নেমেছিলেন ভিনেশ। প্রথম রাউন্ডেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে রূপো জয়ী খুলান বাক্তুয়াগ।  

Updated By: Sep 13, 2022, 10:02 PM IST
Vinesh Phogat : বড় ধাক্কা! বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগাট
হতাশ করলেন ভিনেশ ফোগাট। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি ভারতীয় (India) কুস্তির জগতে তারকা। ঝুলিতে রয়েছে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) তিনটি সোনা। এহেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat) চলতি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে (World Wrestling Championships) বড় ধাক্কা খেলেন। বাছাই পর্বে মঙ্গোলিয়ার (Mongolia) খুলান বাক্তুয়াগের (Khulan Batkhuyag) কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন এই মহিলা কুস্তিগীর। বেলাগ্রেডে আয়োজিত চলতি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে বিপক্ষের কাছে ০-৭ ব্যবধানে হেরে যান ভিনেশ। মাস খানেক আগে শেষ হওয়া বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মোট ১২টি সোনা জিতেছিল ভারত। এরমধ্যে ভিনেশের ঝুলিতে এসেছিল একটি সোনার পদক। ফলে খুব স্বাভাবিকভাবেই তাঁর প্রতি সবার ব্যাপক প্রত্যাশা ছিল। তবে এ বার পারলেন না। খুলান বাক্তুয়াগের মুখে পড়তেই খেই হারিয়ে ফেললেন তিনি। 

আরও পড়ুন: Sourav Ganguly and Jay Shah : চাপে বোর্ড প্রধান সৌরভ-সচিব জয় শাহ! কুলিং অফ প্রত্যাহারে রাজি নয় সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: Virat Kohli : কিং কোহলি'-কে অদ্ভুত পরামর্শ দিলেন শাহিদ আফ্রিদি! কী বললেন?

মঙ্গলবার ২৩ নম্বরে থাকা খুলান বাক্তুয়াগের বিরুদ্ধে ৫৩ কেজি ফ্রি স্টাইল বিভাগে নেমেছিলেন ভিনেশ। প্রথম রাউন্ডেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে রূপো জয়ী খুলান বাক্তুয়াগ। এরপর আর খেলায় কামব্যাক করতে পারেননি ভিনেশ। ভিনেশ নিজেও এশিয়ান চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জিতেছেন (একবার সোনা, তিনবার রুপো, চার ব্রোঞ্জ)। এমনকি ২০১৪, ২০১৮ ও ২০২২ সালে কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন ভারতের এই কুস্তিগীর। তবে এ বার আর পারলেন না। খালি হাতেই তাঁকে ফিরতে হল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 

.