রিওতে নিজের গড়া ২০০ মিটারের বিশ্ব রেকর্ড ভাঙার লক্ষ্যে বোল্ট
রিও পৌছেই ফুরফুরে মেজাজে উইসেন বোল্টে। সাম্বার তালে তাল মিলিয়ে নিজেকে মানসিক ফিট রাখছেন তিনি। জীবনের শেষ অলিম্পিকে বিশ্বের দ্রুততম পুরুষ উইসেন বোল্টের একটাই টার্গেট নিজের গড়া ২০০ মিটারের বিশ্ব রেকর্ডটি ভাঙা।
ওয়েব ডেস্ক: রিও পৌছেই ফুরফুরে মেজাজে উইসেন বোল্টে। সাম্বার তালে তাল মিলিয়ে নিজেকে মানসিক ফিট রাখছেন তিনি। জীবনের শেষ অলিম্পিকে বিশ্বের দ্রুততম পুরুষ উইসেন বোল্টের একটাই টার্গেট নিজের গড়া ২০০ মিটারের বিশ্ব রেকর্ডটি ভাঙা।
আরও পড়ুন সানিয়া-হিঙ্গিস জুটি ভাঙল
১৯ সেকেন্ডের কম সময় করতে চান বোল্ট। রিও বোল্টের তৃতীয় অলিম্পিক। এর আগে বেজিং আর লন্ডন অলিম্পিকে 100,200 এবং 4X100 এই তিনটি ইভেন্ট মিলিয়ে মোট ৬টি সোনার পদক তার দখলে। চোটের কারণে একসময় বোল্টের রিও যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছিল। অবশেষে চোট কাটিয়ে স্বমহিমায় বিশ্বের দ্রুততম পুরুষ।
আরও পড়ুন ওই পাঁচটা গর্বের রিং আসলে 'শাক', যা দিয়ে ১০০ বছর মেয়েদের মানে 'মাছ' ঢেকে রাখা হয়েছে!
গত মাসে ডায়মন্ড লিগেই তার নমুনা পাওয়া গেছে। তাই অলিম্পিকের ট্র্যাক এন্ড ফিল্ডকে বিদায় জানানোর আগে নয়া বিশ্ব রেকর্ডের মালিক হতে চান বোল্ট।